বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের নবনিযুক্ত কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন মিলান বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। গত শুক্রবার সন্ধ্যায় কনস্যুলেট অফিসে এ সভা হয়।
এ সময় মিলান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, উপদেষ্টা তুহিন মাহমুদ, সদস্য আব্দুল বাছিত দলই এবং আহসান হাবিব শিমুল কনসাল জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় ইতালি প্রবাসীদের বিদ্যমান পাসপোর্ট সমস্যা নিরসনে কনস্যুলেটের পদক্ষেপসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে সাংবাদিকরা জানতে চান। এ সময় কনসাল জেনারেল বলেন, ‘প্রধানমন্ত্রী প্রবাসীবান্ধব ও আমরা প্রবাসীদের সকল সমস্যার সমাধানে বদ্ধপরিকর। আমরা কনস্যুলেটের মাধ্যমে প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদান করছি। আশা করি শিগগিরই সকল সমস্যা সমাধান করতে পারব।’ এ ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রবাসীদের বিভিন্ন সেবা প্রদানে কনস্যুলেট সংশ্লিষ্ট কার্যক্রমের গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান কনসাল জেনারেল। এ ছাড়া কনস্যুলেটের সেবার মান বাড়াতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সেবাপ্রার্থীদের সব ধরনের সেবা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।
অভিবাসন প্রত্যাশীদের বৈধ পথে বিদেশে আসতে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের আহ্বান জানান এম জে এইচ জাবেদ। মিলানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা ও শহীদ মিনার স্থাপনে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আলোচনায় অংশ নেন কনসাল এ কে এম শামসুল আহসান ও শ্রম কনসাল সাব্বির আহমেদ। মিলান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আগের মতোই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের সকল কার্যক্রমে সঙ্গে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময়ে মিলান বাংলা প্রেসক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম কাওছারের লেখা প্রবন্ধ ‘ভাবনাগুলো ভাবিয়ে যায়’ কনসাল জেনারেলকে উপহার দেওয়া হয়।
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...