বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়।
দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়া নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। যেকোনো সময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার। খালেদা জিযা অনিচ্ছুক হওয়া সত্বেও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, খালেদা জিয়ার শরীরের অবস্থা ভালো নয়। এবার হয়তো লম্বা সময় তাকে হাসপাতালে থাকতে হবে।
তিনি বলেন, ‘বেগম জিয়াকে কোনোভাবেই হাসপাতালে যাওয়ার ব্যাপারে রাজি করানো যাচ্ছিল না। তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দ শর্মিলা রহমান সিঁথি অনেক বুঝিয়ে তাকে হাসপাতালে যেতে রাজি করিয়েছেন।’
এদিকে, খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার খরব শুনে শনিবার বিকেলে তার বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
More Stories
পুরোপুরি পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উদ্যাপনের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি হওয়া দুটি প্রতীকী মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে...
‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল
চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা ভাস্কর্যে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করতে...
বদলে গেছে বাংলাদেশ পুলিশের লোগো
বদলে গেছে বাংলাদেশ পুলিশের লোগো। পূর্বে লোগোতে থাকা পাল তোলা নৌকা নতুন লোগোতে বাদ পড়ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের...
বাংলা বর্ষবরণে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন
বাংলা বর্ষবরণে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’। এই নামে এবার বর্ষবরণের অনুষ্ঠান...
দেশে এতোদিন বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা
বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।...
নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’র ৫৪তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত...