Read Time:2 Minute, 34 Second

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়।

দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়া নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। যেকোনো সময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার। খালেদা জিযা অনিচ্ছুক হওয়া সত্বেও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, খালেদা জিয়ার শরীরের অবস্থা ভালো নয়। এবার হয়তো লম্বা সময় তাকে হাসপাতালে থাকতে হবে।

তিনি বলেন, ‘বেগম জিয়াকে কোনোভাবেই হাসপাতালে যাওয়ার ব্যাপারে রাজি করানো যাচ্ছিল না। তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দ শর্মিলা রহমান সিঁথি অনেক বুঝিয়ে তাকে হাসপাতালে যেতে রাজি করিয়েছেন।’

এদিকে, খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার খরব শুনে শনিবার বিকেলে তার বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘উইটসা এমিনেন্ট পার্সনস’ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী
Next post চলে গেলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
Close