Read Time:1 Minute, 54 Second

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. খলিলুর কানাডার মন্ট্রিলে অবস্থিত আইসিএও (আইকাও)-এর সদর দপ্তরে সংগঠনটির মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
সেখানকার সময় অনুযায়ী গতকাল তিনি তার পরিচয়পত্র পেশ করেন।
এর আগে বাংলাদেশ সরকার কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানকে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশানের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত করেছে।
পরিচয়পত্র পেশের পর আই সিএও-এর মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সাথে হাইকমিশনার ড. খলিলুর রহমান বৈঠক করেন।
বৈঠকে আইসিএও এবং বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহণ সেক্টরের মধ্যে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ড. খলিলুর রহমান বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহণ সেক্টরের কারিগরি উন্নয়ন ও নিরপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান।
আইকাও-এর মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) তে কারিকুলামসহ অন্যান্য বিষয়ে উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পাঁচ শতাধিক বাংলাদেশিকে দুবাইয়ে পাচার করে চক্রটি
Next post বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা; অস্ট্রেলিয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
Close