অ্যাপে চলা রাইড শেয়ারের গাড়ির চালকরা বললেন, তারা সড়কে পুলিশের নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ভাড়ায় যাত্রী পরিবহনের মতো শ্রমসাধ্য কাজ করে জীবন চালালেও শ্রমিকের স্বীকৃতি পাননি। দিনভর কষ্ট করে যা উপার্জন করেন তার ২৫ শতাংশ নিয়ে নেয় অ্যাপ কোম্পানি। কমিশন কমিয়ে ১০ শতাংশ করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন’র মানববন্ধনে এসব কথা বলেন চালকরা।
সোমবার মধ্যরাত থেকে ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা এই চালকরা বলেছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আগামী সপ্তাহে সরকারকে স্মারকলিপি দেওয়া হবে। তারপরও দাবি আদায় না হলে আবার তারা রাজপথে নামতে বাধ্য হবেন। মানববন্ধন থেকে ছয় দফা তুলে ধরেন ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ।
পুলিশ কাগজপত্র নিয়ে গেলে মামলায় ‘ত্যক্ত বিরক্ত’ হয়ে সোমবার নিজের মোটর সাইকেলে আগুন দেন শওকত আলী নামে এক চালক। আগুনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার পর রাইড শেয়ারের চালকদের কর্মবিরতির কর্মসূচি আলোচনায় আসে। যদিও গত ১৪ সেপ্টেম্বর তারা এই কর্মসূচি ঘোষণা করেছিলেন।
মঙ্গলবার সিলেট ও চট্টগ্রামেও কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন রাইড শেয়ার চালকরা। পৃথিবীর ৩৫টি দেশে মঙ্গলবার চালকরা কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন বেলাল আহমেদ।
মানববন্ধনে কাওসার মাহমুদ নামে এক মোটর চালক বলেন, যাত্রী পরিবহন করে ১০০ টাকা আয় করলে ২৫ টাকা নিয়ে অ্যাপ কোম্পানি। যাত্রীর জন্য রাস্তায় অপেক্ষায় থেকে অবৈধ পার্কিংয়ের জন্য মামলা খেলে বাকি ৭৫ টাকাও শেষ হয়ে যায় জরিমানা দিয়ে। কখনো কখনো আয়ের চেয়ে বেশি জরিমানা গুণতে হয়। নয়ত পুলিশকে ঘুষ দিতে হয়। রোদ বৃষ্টিতে ভিজে গাড়ি মোটর সাইকেল চালিয়ে পেট চলে না চালকের।
পুলিশের হয়রানি বন্ধ, শ্রমিকের স্বীকৃতি, অ্যাপ কোম্পানি কমিশন কমানো ছাড়াও অন্য তিন দাবি হলো, রাস্তবায় বৈধ পার্কিংয়ের সুবিধা দেওয়া, অ্যাপের গাড়িতে আগাম আয়কর বন্ধ করা এবং গত দুই বছরে নেওয়া আগাম আয়কর ফেরত দেওয়া।
More Stories
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও বিক্ষোভ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর উত্তরায়। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ‘ছাত্রজনতা’ ব্যানারে মিছিলটি পরিচালিত হয়। মিছিলে স্বরাষ্ট্র...
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব : বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে
অন্তর্বর্তী সরকার প্রো-বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে দাবি করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে...
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের...
‘ভারতের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না’
প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে...
পাকিস্তানের কাছে স্বাধীনতার আগের পাওনা ৪.৫২ বিলিয়ন ডলার চাইল বাংলাদেশ
পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালের স্বাধীনতার আগের পাওনা ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয়...
৭১ এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্র সচিব
১৯৭১ সালের সম্পদ ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব...