Read Time:1 Minute, 55 Second

বাংলাদেশ থেকে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে এমিরেটস এয়ারলাইন্স। এ নিয়ে দেশে আটকে পড়া প্রবাসীদের আমিরাত যাওয়ার বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত সংবাদের কারণে এ বিভ্রান্তি তৈরি হয়।

গত মঙ্গলবার খালিজ টাইমস তাদের অনলাইনে বাংলাদেশসহ ১১টি দেশের যাত্রীরা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আমিরাত প্রবেশে অনুমতি পেয়েছে উল্লেখ করে সংবাদ প্রকাশ করে। এমন খবরে প্রবাসীদের মাঝে আমিরাত ফিরে যাওয়া নিয়ে আগ্রহ তৈরি হয়।

তার ঠিক কয়েক ঘণ্টা পর আমিরাতভিত্তিক উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করে। তারা জানায়, এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়ার যাত্রীরা শুধু ট্রানজিট সুবিধা নিতে পারবে।

তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডা ও নেপালের আটকে পড়া যাত্রীরা স্বাভাবিক ফ্লাইটে আরব আমিরাত ফিরতে পারবেন। এক্ষেত্রে ভ্রমণে ইচ্ছুক যাত্রীরা ভ্রমণের অন্তত ১৪দিন আগে ২ ডোজ টিকা গ্রহণ করা থাকতে হবে এবং টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইতালির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত
Next post পরীমনি র‌্যাবের হাতে আটক
Close