Read Time:4 Minute, 10 Second

ভ্রমণ নিষেধাজ্ঞার প্রায় দুই মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে শর্তসাপেক্ষে চিকিৎসাসেবায় ভারত ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। এর আগে নিষেধাজ্ঞার মধ্যে কেবল রাষ্ট্রীয় কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের সুযোগ ছিল।

সোমবার (২১ জুন) বেনাপোল বন্দর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার ছাড়পত্র নিয়ে মেডিকেল ভিসায় ভারতে গেছেন ২৯ জন বাংলাদেশি। আরও প্রায় দুই হাজার মানুষ ভারত যাওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৬ এপ্রিল থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এতে বাংলাদেশিদের ভারত ভ্রমণ বন্ধ হয়ে যায়। এতে জটিল রোগে আক্রান্তরা বেশি বিপাকে পড়েন। চিকিৎসা শেষ করাতে না পেরে অনেকের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। ফলে মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার চিকিৎসাসেবা গ্রহণে শর্ত সাপেক্ষে ভারত ভ্রমণের সুযোগ দেয়। ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে ভিসা দিচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বর্তমানে জটিল রোগে আক্রান্তরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সোমবার ভারতে গেছেন ২৯ বাংলাদেশি। ভারত থেকে ফিরেছেন ৩৮ বাংলাদেশি। এছাড়াও বাংলাদেশ থেকে ২৫ জন ভারতীয় নাগরিক ফিরেছেন ভারতে। যেসব বাংলাদেশি ভারত থেকে ফিরছেন তারা ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে ফিরছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি থাকলে যে কেউ যেতে পারবেন বলেও জানান তিনি।

এদিকে যেসব বাংলাদেশি ভারত থেকে ফিরছেন তাদের বেনাপোলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হলেও এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ভারত গমনকারী চিকিৎসা প্রত্যাশী বাংলাদেশিদের। যারা ভারতে যাচ্ছেন তাদের সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। সরাসরি গন্তব্যে যেতে পারছেন।

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৩ মার্চ ভারত সরকার বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। পরে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে প্রায় ৮ মাস পর তিনটি শর্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখে বাংলাদেশি যাত্রীদের চিকিৎসা, ব্যবসা আর শিক্ষা গ্রহণে ভারত ভ্রমণের সুযোগ দেয়। চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার গত ২৩ এপ্রিল থেকে স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এখন পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে ছাড়পত্র থাকলেই যাতায়াতের সুযোগ মিলছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টোকিও অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের আর্চার দিয়া সিদ্দিকী
Next post তালিবান ইস্যুতে বাইডেনের সঙ্গে বৈঠকে আফগান প্রেসিডেন্ট
Close