ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে টানা দু’সপ্তাহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে নানা অনুষ্ঠান করছে বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে ‘সুবির এ্যান্ড মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’। রবীন্দ্র সঙ্গীত, কবিতা, গল্প-উপন্যাস-নিবন্ধ সম্পর্কে সম্যক ধারণা রাখেন এমন বিশিষ্টজন ছাড়াও রবি ঠাকুরের জীবন-কর্ম নিয়ে গবেষণারতরা অংশ নেবেন এসব ভার্চুয়াল অনুষ্ঠানে। ইউসি-বার্কলের ইংরেজীর সহযোগী অধ্যাপক সুকন্যা ব্যানার্জির সঞ্চালনায় প্রথম দিনের অনুষ্ঠান হবে সন্ধ্যা ৭টা থেকে ৮টা (ক্যালিফোর্নিয়া টাইম, ১ ফেব্রুয়ারি সোমবার) পর্যন্ত এবং এতে অংশ নেবেন কলকাতার জয়দেবপুর ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর সুকান্ত চৌধুরী। ইন্সটিটিউট ফর সাউথ এশিয়ান স্টাডিজ, দ্য ট্যাগোর প্রোগ্রাম ফর লিটারেচার, কালচার এ্যান্ড ফিলোসফি রয়েছে সহযোগী সংস্থা হিসেবে। সকল অনুষ্ঠানের জন্যে রেজিস্ট্রেশন করতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান অর্থাৎ ২ ফেব্রুয়ারি একইসময়ে সঞ্চালনা করবেন একই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসের সহযোগী অধ্যাপক আত্রেয়ী গুপ্ত এবং আর্টিস্ট হিসেবে রবীন্দ্রনাথের আবির্ভাব শীর্ষক আলোচনায় অংশ নেবেন বিশ্বভারতী ইউনিভার্সিটির অধ্যাপক (হিস্টরি অব আর্ট) আর শিভকুমার।
আত্রেয়ী গুপ্তর সঞ্চালনায় তৃতীয় সন্ধ্যায় একই সময়ে রবী ঠাকুরের সঙ্গীত পরিবেশন করবেন ইউনিভার্সিটি অব মিশিগান-এ্যান আরবরের বায়ো-স্ট্যাটিসটিক্স’র অধ্যাপক মওসুমী ব্যানার্জি।
ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী আলোচনা করবেন রবী ঠাকুরের জাতীয়তাবাদ প্রসঙ্গে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা এবং এটি সঞ্চালনা করবেন ইউসি বার্কলের সহযোগী অধ্যাপক সুজাতা রায়।
৫ ফেব্রুয়ারি সন্ধ্যার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতনামা রবীন্দ্রশিল্পী সুভশ্রী ঘোষ এবং উপস্থাপনায় থাকবেন ইউসি বার্কলের গ্লোবাল মডার্ন আর্ট বিষয়ক সহকারি অধ্যাপক আত্রেয়ী গুপ্ত।
৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ঠাকুর এবং বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে কথা বলবেন কলকাতার অধ্যাপক পার্থ ঘোষ, অধ্যাপক বিকাশ সিনহা, সমিক বন্দোপাধ্যায়। উপস্থাপনা করবেন ল্যাকারিজ এ্যাথলেটিক ক্লাবের প্রেসিডেন্ট সুভাষ সরকার।
৭ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ‘ট্যাগোর এ্যান্ড ন্যাশনালিজম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন সমাজবিজ্ঞানী আশিষ নন্দী, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ-অধ্যাপক সুদিপ্ত কবিরাজ এবং উপস্থাপনা করবেন ইউসি বার্কলের অর্থনীতির অধ্যাপক প্রণব বর্ধন।
৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় রবী ঠাকুরের কবিতা এবং দর্শন নিয়ে কথা বলবেন স্টনি ব্রুক ইউনিভার্সিটির দর্শনের সাবেক অধ্যাপক অরিন্দম চক্রবর্তী। উপস্থাপনা করবেন সুজাতা রয়।
১০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় চলচ্চিত্রে ঠাকুরের সাহিত্য কর্ম নিয়ে কথা বলবেন মিডিয়া ব্যক্তিত্ব সমেস্বর ভৌমিক। এ পর্বের সঞ্চালনা করবেন ইউসি বার্কলের সহযোগী অধ্যাপক হার্শা রাম।
১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতনামা কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ী। রাহুল বিজন থাকবেন উপস্থাপনায়।
১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঠাকুরের সাহিত্যে নারী শীর্ষক অনুষ্ঠানে কথা বলবেন জয়দেবপুর ইউনিভাসিটির প্রফেসর এমিটিাস সুপ্রিয়া চৌধুরী, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক তানিকা সরকার এবং কলকাতার বাসন্তী দেবি কলেজের অর্থনীতি বিভাগের ফ্যাকাল্টি মেম্বার রুসটি সেন। সঞ্চালনায় থাকবেন ইউসি বার্কলের সমাজবিজ্ঞানের অধ্যাপক রাকা রয়।
১৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রবী ঠাকুরের ডাকঘর পরিবেশন করবেন তানিস্থা মুখার্জির নেতৃত্বে শিল্পীরা। ১৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় খ্যাতনামা শিল্পী ইমতিয়াজ আহমেদ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন।
More Stories
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
হাসপাতালে হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ ডিসেম্বর)...
বেঁচে থাকলেও হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান বলেছেন, ‘গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। ক্রিটিক্যাল...
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
১৮ বছরের দীর্ঘ প্রবাসজীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর)...
কাঙ্খিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম: প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা...
