Read Time:2 Minute, 16 Second

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ব্রাজিলের ফুটবল দল পালমাসের ৪ খেলোয়াড় ও ক্লাবটির সভাপতি মারা গেছেন। রোববার দুর্ঘটনার কথা বিবৃতিতে নিশ্চিত করেছে পালমাস কর্তৃপক্ষ।

প্রাণ হারিয়েছেন উড়োজাহাজটির পাইলটও। ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে গোইয়ানিয়া যাচ্ছিলেন পালমাস সভাপতি এবং ওই খেলোয়াড়রা। দেশটির নর্দার্ন স্টেটের টোকান্টিন্সে ফুটবল অঙ্গনে শোক নিয়ে আসা দুর্ঘটনাটি ঘটে।

রানওয়ের শেষ প্রান্তে টেকঅফের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। ৫০০ মিটার দূরে ছিটকে পড়ে। তাতে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেডেস, গুইলের্মে নোয়ে, রানুলে ও মার্কাস মলিনারি মারা গেছেন।

বিমানটি দুই ইঞ্জিনের ব্যারন মডেলের ছিল, যার যাত্রী ধারণ ক্ষমতা ৬ জন।

ব্রাজিলিয়ান মিডিয়া বলছে দলের সাথে না যেয়ে ওই খেলোয়াড়রা প্রাইভেট প্লেনে ভ্রমণ করছিলেন, কারণ তারা কোভিড-১৯ পজিটিভ ছিলেন। রোববারই তাদের আইসোলেশনের শেষদিন ছিল। তারা ম্যাচটি খেলার জন্য প্রস্তুত ছিলেন। সেজন্য বিশেষ ব্যবস্থায় চার খেলোয়াড়কে নিয়ে উড়াল দিচ্ছিলেন ক্লাব সভাপতি। দলের বাকিরা একটি বাণিজ্যিক ফ্লাইটে উড়াল দিয়েছিলেন।

পালমাস ব্রাজিলের চতুর্থ বিভাগের দল। ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করা হয় ক্লাবটি। ২০১৬ সালে সেলেসাওদের আরেক ক্লাব শাপেকোয়েন্সের ১৯ ফুটবলার মারা গিয়েছিলেন এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১’র আয়োজনে ব্যাপক সাড়া
Next post নিজ দল থেকে বহিষ্কার নেপালের প্রধানমন্ত্রী ওলি
Close