Read Time:2 Minute, 15 Second

প্রতিদিন নানাভাবে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করে যাচ্ছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন এনডিসির নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের সব ধরনের সেবা প্রদান নিশ্চিত করছেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা।

গতকাল বুধবার কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে এসে সহায়তার জন্য আবেদন জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশী মইল ইউনিয়ন, পরমানন্দ পুর গ্রামের বাসিন্দা মো. বাইজিদ মিয়া।

গত দুই মাস আগে বাংলাদেশি প্রবাসী বাইজিদ মিয়া কনস্ট্রাকশন কাজে মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তার মুখমণ্ডলের চোঁয়ালের হাড় ভেঙে যায়। সামনের ও ভেতরের সারির কয়েকটি দাঁত নড়েচড়ে। এ ছাড়া দুই পায়ের হাড়ও ভেঙে যায়। বর্তমানে হামাদ মেডিকেল করপোরেশনে চিকিৎসা চলছে বাইজিদ মিয়ার।

কতারস্থ বাংলাদেশ দূতাবাসে আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রম সচিব তন্ময় ইসলাম এবং শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সহযোগিতায় রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন এনডিসি আহত প্রবাসী বাইজিদ মিয়াকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তাকে সকল ধরনের সেবা প্রদানের আশ্বস্ত করেন শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. শামীম চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতারের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামীম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি চিকিৎসক ও গীতিকার মেসের আহমেদের মৃত্যু
Next post ট্রাম্পের ওপর যেকোনো সময় ড্রোন হামলা চালাতে পারে ইরান
Close