Read Time:1 Minute, 41 Second

করোনা আক্রান্ত হয়ে মিরসরাইয়ের মাওলানা আব্দুল কুদ্দুস সুফী (৬১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুবাইয়ের একটা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মিরসরাই সদর ৯ নং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ এমরান উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

নিহত আব্দুল কুদ্দুস মিরসরাই সদর ৯নং ইউনিয়নের মোটবাড়িয়া এলাকার সুফি মঞ্জিলের সুফি রুহুল আমিনের বড় ছেলে।

নিহতের স্বজন এসএম জাকারিয়া জানান, আমার মামা দুবাইয়ের দেরা শহরের একটি সরকারী মসজিদের ইমাম হিসেবে প্রায় ১৮ বছর কর্মরত ছিলেন।মাত্র অল্প কয়েক মাস আগে তিনি অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি হার্ট, কিডনী, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সে দেশের একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন। এরপর করোনায় মারা গেলেন।

সোমবার সকালে জানাযা শেষে দুবাইয়ের দেরা শহরে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রবাসীদের সেবার মান বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে
Next post ক্যাপিটল হিলে হামলার নিন্দা জানালেন মেলানিয়া
Close