কেন্দ্রীয় আওয়ামী লীগ তার পক্ষে নেই জানিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের সাহেবও আমার সঙ্গে নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সঙ্গে নাই।
রোববার (১০ জানুয়ারি) সকালে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অভিযোগ করে আবদুল কাদের মির্জা বলেন, মুঠোফোনে আমাকে যুব মহিলা লীগের পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছে। প্রশাসনকে জানিয়েছি, তারা কোনও ব্যবস্থা নেয়নি। তাহলে এই মহিলার হাত অনেক শক্তিশালী, নইলে প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন?
এসময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ৪৭ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। দায়িত্বশীলতার ঘাটতি আছে, আপনি যে বললেন হানিফ সাহেব (মাহবুব উল আলম হানিফ)। আপনি দায়িত্বশীল লোক, ভদ্রলোক, আমাদের দলের নেতা। আপনার কুষ্টিয়াতে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে, আপনি কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন?
নিজের অসুস্থতার কথা উল্লেখ করে বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বলেন, আমেরিকায় চিকিৎসার জন্য গিয়ে আমার দু’টি টিউমার ধরা পড়েছে। সেখানে ২৪ দিন ঘরে ছিলাম। তখন আমার অনুভূতিতে আঘাত লেগেছে, আমরা কী করছি? তাই বিমানবন্দরে এসেই ঘোষণা করেছিলাম, এখন থেকে অন্যায়ের প্রতিবাদ করবো। সত্য কথা বলবো। বসুরহাট পৌর নির্বাচনকে আমি অন্যায়ের প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছি। এটাই সত্য। নির্বাচন আমার কাছে মুখ্য নয়। এভাবে চলতে দেয়া যায় না।
নিজের বড় ভাইয়ের প্রতি দুর্বলতার কথা জানিয়ে তিনি বলেন, আমি একটি জায়গায় দুর্বল। ওবায়দুল কাদের সাহেব অসুস্থ। তিনি মারা যাবেন, এটা বললে আমি দুর্বল হয়ে যাই। তারও (ওবায়দুল কাদের) বুঝতে হবে, তিনি জাতীয় নেতা। আওয়ামী লীগের মতো দলের দুই বারের সাধারণ সম্পাদক।
কাদের মির্জা বলেন, আমি নোয়াখালী, ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গ্যাসের অধিকারের জন্য প্রতিবাদ করবো- কিন্তু প্রতিবাদ করলে তখন বলে, আমি নাকি পাগল।
More Stories
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
