Read Time:1 Minute, 43 Second

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম (৫৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। গত রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে সন্ত্রাসীরা তাকে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে গেলে সোমবার চিকিৎসাধীন তিনি মারা যান। আবুল কালামের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে দাগনভূঞায় নয়নপুর গ্রামে বসবাস করেন।

পরিবার সূত্রে জানায়, প্রায় ১২ বছর আগে তিনি ভাগ্যবদলের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে অল্প কিছুদিন চাকরি করেন। পরে নিজেই শুরু করেন ব্যবসা। ইতোমধ্যে সেখানে তিনি একটি দোকানের মালিক। রবিবার রাতে একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দোকান ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় আবুল কালামকে গুলি করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন তিনি মারা যান।

আবুল কালামের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র
Next post ট্রাম্পকে গ্রেপ্তারে ইরানের চিঠি ইন্টারপোলে
Close