যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) সকালে আপল্যান্ডের সান অ্যান্টোনিও রিজিওনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান নামের ওই ব্যক্তি মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকস (আবেয়া) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামশেদ হায়দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়াত আব্দুল মান্নান দীর্ঘ ২২ বছর ধরে লস এঞ্জেলেসে বসবাস করছেন। লস এঞ্জেলেস সংলগ্ন সান বার্নার্ডিনো কাউন্টির ওন্টারিও সিটির বাসিন্দা ছিলেন তিনি। করোনা আক্রান্তের পর গত দুই সপ্তাহ আগে তিনি সান অ্যান্টোনিও রিজিওনাল হাসপাতালে ভর্তি হন। তার দেশের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।
বাংলাদেশে তিনি সমবায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। লস এঞ্জেলেসের পরিচিত মুখ আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকস (আবেয়া) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামশেদ হায়দার ও বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস‘র (বাফলা) বোর্ড অফ ট্রাস্টির চেয়ার ইঞ্জিনিয়ার মুর্শেদ হায়দার তার শ্যালক বলে জানা গেছে।
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) পরিবারসহ লস এঞ্জেলেসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দরা।
আব্দুল মান্নানের মৃত্যুতে লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সংখ্যা ৮ জনে। এখনো প্রায় ২০ জন প্রবাসী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৩ জন ভেন্টিলেশনে আছেন বলে জানা গেছে।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...