Read Time:2 Minute, 30 Second

সাংবাদিকদের জন্য চলতি বছরের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে মেক্সিকো। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়।

সাংবাদিকদের অধিকার রক্ষার এই সংগঠনটি বলছে, ২০২০ সালে পৃথিবীতে যত সাংবাদিক খুন হয়েছেন, তার এক-তৃতীয়াংশ মেক্সিকোয়।

সিপিজের প্রতিবেদন উল্লেখ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, দেশটিতে এ বছর ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। গত ২০ বছরে এ নিয়ে ১২০ জন খুন হয়েছে মেক্সিকোতে। এর মধ্যে গত মাসে দশ দিনের ব্যবধানে তিনজনকে গুলি করা হয়।

এ বছরের হিসাবে, যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহে গিয়ে যত সাংবাদিক মারা যান, মেক্সিকোয় তার চেয়ে বেশি মারা যাচ্ছে। নিউইয়র্কভিত্তিক সংগঠনটি নব্বইয়ের দশকের শুরু থেকে বিশ্বব্যাপী নিপীড়িত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে আসছে। ওই সময় থেকে এখন পর্যন্ত এ বছরই সবচেয়ে বেশি সাংবাদিক জেলে গেছে বলে জানিয়েছে সিপিজে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত অন্তত ২৭৪ জন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে। গত বছর এ সংখ্যা ২৫০ জন।

বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে খবর প্রকাশ করতে গিয়ে অনেককে কারাগারে যেতে হয়েছে। চীন, তুরস্ক, মিশর ও সৌদি আরবে সবচেয়ে বেশি সাংবাদিকের জেল হয়েছে।

এ ছাড়া মহামারির সময়ে অনেক দেশের সরকার সাংবাদিকদের জেলে ঢুকিয়ে মহামারি নিয়ে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুজন সাংবাদিক পুলিশি হেফাজতে থাকার সময় এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিশ্বের সেরা ১০ বিজ্ঞানীর একজন বাংলাদেশের
Next post লাইভে করোনার টিকা নিলেন বাইডেন
Close