বিজয়ের মাসে মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার বিজয় বহর ইউএসএ’র তত্ত্বাবধানে স্হানীয় লস এঞ্জেলেসের স্যাটো রিক্রিয়েশনের আসে পাশে দুস্থদের মাঝে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, বেবিওয়াইপ, টয়লেট টিসু এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কভিড ১৯’র কারণে অসহায়দের পাশে থেকে কাজ করার মানবিক চিন্তায় বিজয় বহরের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসাবে এ কর্মসূচী পরিচালিত হয়।
বিশ্বব্যাপি মহামারির কারণে কর্মসূচীকে প্রশাসনের নির্দেশ ক্রমে স্বল্প সংখকের উপস্হিতিতে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্বাস্হ্য বিধি মেনে সফল ও সুন্দর ভাবে সম্পন্ন করা হয়। এ জন্য বাংলার বিজয় বহরের পক্ষ থেকে উপস্হিত সকলকে ধন্যবাদ জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে করনায় মৃতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সকলকে সতর্কতার সাথে স্বাস্হ্য বিধি মেনে চলার আহ্ববান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে এ ধরণের কর্মসূচী অব্যাহত রাখার আশা ব্যাক্ত করা হয়েছে। বাংলাদেশী কমিউনিটিসহ যদি কারো কোন সাহায্যের প্রয়োজন দেখা দেয় তবে বিজয় বহর ইউএসএ এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজয় বহর তাদের সামর্থ নিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
কর্মসূচীর প্রথমেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল রাজনৈতিক নেতা, মা বোনদের ত্যাগ এবং রনাঙ্গনের বীর সেনানী সহ সকলের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে দোয়া করা হয়।
কর্মসূচীতে আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্হিত ছিলেন, নির্বাচিত নেবারহুড কাউন্সিলার এ্যানা জাসটিস (ট্রেজারার), এলিসা আভালোস (প্রসিডেন্ট), ড্যানিয়েল ভেনেনসিয়া (আউটরীচ চ্যেয়ার)। বাংলার বিজয়বহর এর কর্মকর্তাদের মধ্যে উপস্হিত ছিলেন- প্রেসিডেন্ট ড: জয়নুল আবেদীন, আহ্ববায়ক মিখাইল খান রাসেল, চেয়ারম্যান আব্দুল বাছেত, কোচেয়ারম্যান এম ওয়াহিদ রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক এলেন ইলিয়াস খান ও মনিরুজ্জামান মনির।
করোনার কারণে উপস্হিতির সীমাবদ্ধতা থাকায় অনুস্ঠানে না থেকেও সার্বক্ষনিক সমন্বয় রেখে সহযোগিতা করেছেন সাবেক চেয়ারম্যান সাঈদ কুতুবী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মুজিব সিদ্দিকী, মিঠুন চৌধুরী, সুমন বড়ুয়া সহ আরো অনেকে।
দ্বিতীয় বারের মত প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদিন জানান যে, বাংলার বিজয় বহরের নব নির্বাচিত কমিটির সিদ্ধান্তে বাংলার বিজয় বহর আগামী বছর প্রথমবারের মত ফোবানায় সদস্য পদ গ্রহণ করবে।
উল্লেখ্য, ড. জয়নুল আবেদিন ১৯৯৭ সালে প্রথম লস এঞ্জেলেসে ফোবানা এনেছেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
