Read Time:4 Minute, 51 Second

নাগরিকদের মনে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা মনে করছেন, কোভিড পরবর্তী সময়ে দ্রুতই কানাডার অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তারা বলেন, কোভিড মহামারী মানুষের জীবনকে স্থবির করে দিয়েছে, সেই স্থবিরতা কাটিয়ে জীবনের গতি ফিরিয়ে আনতে সবাই উদগ্রীব। এটিই অর্থনীতির চাকাকে গতিশীল করতে সহায়তা করবে।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ এর এই সপ্তাহের আলোচনায় কানাডিয়ান বাংলাদেশি অর্থনীতিবিদ, উদ্যোক্তা-ব্যবসায়ীরা এই অভিমত প্রকাশ করেন।

টরন্টো সময় বুধবার রাতে সরাসরি সম্প্রচারিত এই আলোচনায় বক্তব্য রাখেন অটোয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির অধ্যাপক, অর্থনীতিবিদ ড.শিশির শাহন্ওয়াজ, ব্যবসায়ী- উদ্যোক্তা এহসানুল হক এবং আইনজীবী ব্যারিস্টার নূসরাত জাহান।
আলোচনায় বক্তারা কোভিড মহামারিতে ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষ বিশেষ করে কানাডিয়ান বাংলাদেশির উপর সৃষ্ট বিরূপ প্রতিক্রিয়ার বিবরণ তুলে ধরেন।

অর্থনীতিবিদ ড. শিশির শাহন্ওয়াজ কানাডার অর্থনীতির বর্তমান অবস্থা, কোভিডের প্রতিক্রিয়ার বিস্তারিত বিবরন তুলে ধরে বলেন, এটা ঠিক ফেডারেল সরকারের সামনে বিশাল আয়তনের ঘাটতির বোঝা দৃশ্যমান। কিন্তু কেবলমাত্র সংখ্যার আয়তন দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই। কানাডার অর্থনীতি অত্যন্ত শক্ত ভিত্তির উপর দাঁড়ানো। তাছাড়া জিডিপি এবং ফেডারেল ঋণের আনুপাতিক হার বিবেচনায় নিলে শিল্পোন্নত অন্যান্য দেশের তুলনায় কানাডায় এই হার এখনো অনেক কম।

ঘাটতি মেটাতে সরকার নাগরিকদের উপর বহুমাত্রিক করের বোঝা চাপিয়ে দিতে পারেন এমন আশঙ্কাকে অমূলক হিসেবে উল্লেখ করেন ড. শিশির।

ব্যারিস্টার নূসরাত জাহান তার আলোচনায় বলেন, এটা সত্য যে সরকার ব্যাপক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। কিন্তু সিংহভাগ নিম্ন আয়ের মানুষ কষ্টকর অবস্থায় আছে। তাদের আয় রোজগার কমে গেছে, যারা চাকরি হারিয়েছেন তাদের অনেকেই এখনো সেই চাকরি ফিরে পায়নি।

তিনি বলেন, কোভিডে বাড়ি থেকে কাজ করার সংস্কৃতি চালু হলেও নিম্ন ও মধ্য আয়ের কর্মীরা এই সুযোগটা নিতে পারছে না।

ব্যারিস্টার নূসরাত বলেন, আমার মনে হয় না অর্থনৈতিকভাবে আমরা তেমন একটা সুখকর অবস্থায় তিনি বলেন, কোভিড মহামারীতে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ফেডারেল সরকারের সমালোচনা করে বলেন, ‘আমরা প্রণোদনা দিচ্ছি- তোমরা বাসায় বসে থাকো’ এই ধরনের বার্তা অর্থনীতির গতি ফেরানোর জন্য সহায়ক নয়।

ব্যবসায়ী উদ্যোক্তা এহসানুল হক তার আলোচনায় বলেন, বিশ্বের অনেক দেশ এমন কি প্রতিবেশি আমেরিকার চেয়েও কানাডার অর্থনীতি এখন সুবিধাজনক অবস্থায় আছে।

নতুন দেশের প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কোভিডের কারণে অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে সেটি অন্য সময়ের মন্দার চেয়ে ভিন্ন রকমের। অর্থনীতির কাঠামোতে কোনো ত্রুটি তৈরি হযনি, বিশেষ পরিস্থিতির কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে আছে।

তিনি বলেন, আরোপিত এই পরিস্থিতি কেটে গেলেই অর্থনীতি চাঙ্গা হতে শুরু করবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রবাসীদের দাবি বাস্তবায়ন, কাতারে চালু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
Next post পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে অভিনন্দন জানাল পাকিস্তান
Close