Read Time:2 Minute, 26 Second

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরের প্রবীণ অধিবাসী মাসুদুন্নবী ৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টায় হলিউড প্রেসবাইটেরিয়ান হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)।

বাংলাদেশে খুলনার সন্তান মাসুদুন্নবী প্রায় দু’ যুগের অধিক সময় ধরে লস এঞ্জেলেসে বসবাস করে আসছিলেন। তিনি গত কয়েকদিন পূর্বে করোনা পজেটিভ হয়ে হাসপাতালে জীবন মৃত্যেুর সন্ধিক্ষণে ছিলেন। মাসুদুন্নবী অত্যন্ত ভালো লোক হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। মৃত্যেুকালে মাসুদুন্নবী দু-ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন।

পরিবারেরর পক্ষ থেকে জানা গেছে, মাসুদুন্নবীকে ইসলামীক মরচুয়ারি এবং সিমেট্রি, এন্টিলোপ ভ্যালিতে দাফন করা হবে। করোনা কালে কবরস্থানের নিয়ম নীতির কারণে কমিউনিটির লোকজন জানাযায় অংশ নিতে পারবেন না। তাই মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়ার আহবান করা হয়েছে।

কমিউনিটির এ্যাক্টিভিটস মমিনুল হক বাচ্ছু মাসুদুন্নবীর মৃত্যেুতে শোক প্রকাশ করেছেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওয়েষ্ট জোনের প্রেসিডেন্ট আনিসুর রহমান, সেক্রেটারী আশরাফ হোসাইন আকবর,লস এঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আব্দুল মান্নান, সেক্রেটারী শামসুল আরেফিন হাসিব এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মুসলিমবিরোধী বিতর্কিত আইন পাস করলো ফ্রান্স
Next post কঠোর ভাবে স্বাস্হ্য বিধি মেনে না চললে কমিউনিটিতে বিপর্যয় নেমে আসবে
Close