পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, উত্তর আমেরিকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনুসহ জালালাবাদবাসীর আরোগ্য কামনায় ভার্চুয়াল-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে ‘জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’। বুধবার রাতে এ মাহফিলে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটের বিশিষ্টজনরা অংশ নেন।
এ সময় ‘প্রবাসীদের অহংকার’ ড. মোমেন, তৃণমূলের জনপ্রিয় সংগঠক আজমল হোসেন কুনু ছাড়াও করোনায় আক্রান্ত এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ’র আরোগ্য এবং জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল আহমেদসহ করোনায় মৃতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় এ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারি বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ট্রাষ্টি বোর্ড সদস্য ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, ট্রাষ্টি বোর্ড সদস্য আব্দুস শহীদ, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক সভাপতি বদরুল খান এবং বদরুন নাহার খান মিতা, প্রাক্তন ট্রাষ্টি মনজুর আহমদ চৌধুরী, প্রাক্তন নির্বাচন কমিশনার সালেহ আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকন, জুসেফ চৌধুরী, মনজুর চৌধুরী জগলু, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, কার্যকরী সদস্য মিজানুর রহমান, প্রাক্তন সাধারণ সম্পাদক জুনেদ এ খান, আহমদ জিলু, প্রাক্তন সহ-সভাপতি আবদুল মুসাব্বির, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম, প্রাক্তন প্রচার সম্পাদক আব্দুল করিম, এমসি সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দিন, সহ-সভাপতি সফিক চৌধুরী, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি সৈয়দ জুবায়ের আলী, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমদ টুটুল, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বশির উদ্দীন, শ্রীমঙ্গল এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মামুনুর রশিদ শিপু, সাধারণ সম্পাদক চমন এলাহী, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট চৌধুরী মোমিত তানিম প্রমুখ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
