Read Time:1 Minute, 51 Second

১৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আমিরাতের এই তালিকায় রয়েছে ইরান, তুরস্ক, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, সোমালিয়া ও তিউনিসিয়া। ১৮ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই দেশগুলোর নাগরিকদের চাকরি ও পর্যটন ভিসা পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেনি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তান ও পাকিস্তানসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে।

গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তাদেরসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে আমিরাত। কী কারণে এটি বন্ধ করা হয়েছে তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে আমিরাত। এ ঘটনায় কয়েকটি মুসলিম দেশে তীব্র সমালোচনা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আমেরিকা ইজ ব্যাক : বাইডেন
Next post ৭০ শতাংশ মানুষ মাস্ক পরলে রোখা যাবে করোনা: গবেষণা
Close