Read Time:3 Minute, 29 Second

বিশ্বকে নেতৃত্ব দিতে আমেরিকা ফিরে এসেছে মন্তব্য করে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমেরিকা ইজ ব্যাক’। পিছু না হটে বিশ্বকে আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা।

বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পুনরুত্থান হয়েছে। অন্যের দ্বারা পরিচালিত হতে নয়, বিশ্বকে এখন নেতৃত্ব দিতে প্রস্তুত।’ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতিপর্বে রয়েছেন নবনির্বাচিত এ প্রেসিডেন্ট। অচিরেই অতি গোপনীয় গোয়েন্দা ব্রিফিং পাবেন তিনি। এ ছাড়া দৈনিক ব্রিফিং তো পাবেনই, সেইসঙ্গে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং কোনো উদ্যোগ নিতে চাইলে সরকারের তহবিল থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয়ও করতে পারবেন বাইডেন।

ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে গতকাল মঙ্গলবার বাইডেন মহামারি নভেল করোনাভাইরাস ও জলবায়ু পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি বিশ্বব্যাপী জোটবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। প্যাসিফিক, আটলান্টিকসহ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রকে তার ঐতিহাসিক নেতৃত্বের জায়গায় ফিরিয়ে নিতে কাজ করবেন বলে জানান বাইডেন।

এর আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন আনুষ্ঠানিকভাবে তাঁর সম্ভাব্য মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন। এঁদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তা রয়েছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ুবিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন বাইডেন। বারাক ওবামার আমলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং জেইক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। এ ছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসেবে আলেজান্দ্রো মেয়রকাস, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে অ্যাভরিল হাইনেসকে বেছে নিয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশ-ডোমিনিকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন
Next post ১৩ মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধ করেছে আমিরাত
Close