Read Time:2 Minute, 19 Second

হাসপাতালে চিকিৎসাধীন নয় এমন করোনা রোগীদের জরুরি চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষামূলক অ্যান্টিবডি ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা। বয়স বা অন্যান্য অবস্থা বিবেচনায় ঝুঁকির মুখে রয়েছেন এমন রোগীদের বেলাতেই এই ওষুধ প্রয়োগ করা যাবে।

সোমবার এলি লিলি অ্যান্ড কোম্পানির বামলানিয়ভিমাব নামের ওষুধটির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ট্রায়ালে দেখা গেছে, কোভিড-১৯ এ অতি ঝুঁকিপূর্ণ রোগীদের ওপর ওষুধটি প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে। সাধারণ সংক্রমণের বিরুদ্ধে এই অ্যান্টিবডি ওষুধটি ব্যবহার করা হতো।

রয়টার্স জানিয়েছে, জিজিনিরন ফার্মাসিউটিক্যালসের উন্নয়ন করা যে ওষুধ করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছিল তেমনই ওষুধ হচ্ছে এলি লিলি অ্যান্ড কোম্পানির বামলানিয়ভিমাব।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ এফডিএর এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ বলে মন্তব্য করেছে।

এফডিএ জানিয়েছে, সম্প্রতি ৬৫ বা তারচেয়ে বেশি বয়সীদের মধ্যে হালকা বা মাঝারি মাত্রা করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে এমন ব্যক্তিদের ওপর লিলির অ্যান্টিবডি ওষুধটি প্রয়োগ করা যাবে। এছাড়া গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এমন ১২ বছর বা তারচেয়ে বেশি বয়সীদের বেলায় এটি প্রয়োগ করা যাবে। তবে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন এমন রোগীদের বেলায় ওষুধটি প্রয়োগ করা যাবে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাইডেন সমর্থকদের হোয়াইট হাউসে ঢুকতে দিচ্ছে না ট্রাম্প প্রশাসন
Next post প্রবাসী আয় বাড়াতে ৫ হাজার কোটি টাকার প্রকল্প
Close