প্রাইমারি স্কুলে করোনা ছড়ানোর জন্য ‘কয়েকটি বাংলাদেশি পরিবারকে’ দায়ী করার পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ব্রিটেনের এক প্রধানশিক্ষিকা।
ডেইলি মেইল বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, কারেন টড নামের ওই স্কুলশিক্ষিকা সান্ডারল্যান্ডের রিচার্ড অ্যাভিনিউ প্রাইমারি স্কুলে কর্মরত। চলতি সপ্তাহে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির অভিভাবকদের সমালোচনা করেন তিনি।
৩ নভেম্বর পাঠানো ওই চিঠিতে টড বলেন, বাংলাদেশি কমিউনিটির কিছু পরিবারের দায়িত্বজ্ঞানহীন আচরণে করোনার ঝুঁকি বাড়ছে।
চিঠিতে তিনি দাবি করেন, ‘অনেক পরিবার আইন অমান্য করে মেহেদি রাতের আয়োজন করছে। আইনের বিপক্ষে গিয়ে বিয়ের আয়োজন করছে। একই গাড়িতে চলছে। মাস্ক পরছে না। করোনা টেস্টের রেজাল্টের অপেক্ষায় থাকার সময় বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে।’
স্কুলটিতে ১০ বছর চাকরি করা টডের মন্তব্য, ‘এতে তারা নিজেরা যেমন ঝুঁকিতে পড়ছে, তেমনি স্কুলের বাচ্চাদের ঝুঁকি বাড়াচ্ছে।’
চিঠির বিষয়টি জানাজানি হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরে আরেকটি চিঠিতে ক্ষমা চান।
‘বাংলাদেশি পরিবারগুলোর কাছে আমি ক্ষমাপ্রার্থী। কেউ আহত হলে সব দায় আমি নিচ্ছি।’
‘কিন্তু আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেকে প্রশ্ন করেছি, যে প্রাপ্তবয়স্করা পজিটিভ হচ্ছেন, তারা কীভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন।’
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে প্রায় ৭ হাজার বাংলাদেশির বসবাস। তাদের অধিকাংশ পরিবারের বাচ্চারা টডের শিক্ষার্থী।
আবু শর্মা নামের এক বাংলাদেশি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চিঠি পেয়ে আমরা ভীষণ অবাক হয়েছি। গোটা কমিউনিটি হতাশ। এ ধরনের মন্তব্য নেয়া যায় না।’
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
