৩ নভেম্বর আমেরিকার জাতীয় নির্বাচন। আর এ জন্য ১ নভেম্বর রবিবার দুপুর ২টায় লস এঞ্জেলেসের উডলি মাঠ প্রাঙ্গনে স্টেট আওয়ামী লীগের উদ্দ্যোগে কলঙ্কময় জেল হত্যা দিবস পালন করা হয়েছে।সহযোগিতায় ছিলো লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগ, স্টেট মহিলা লীগ, স্টেট যুবলীগ।
জেলখানা হলো পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান। সেই জেলখানায় ঢুকে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মাত্র ৩ মাসের মাথায় ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার প্রধান মরহুম তাজউদ্দিন সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়।
স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এবং স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা.রবি আলমের সঞ্চালনায় জাতীয় চার নেতার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মরহুম তাজউদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা শারমিন আহমদ রিপি।বিশেষ অতিথী ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুসতাইন দারা বিল্লাহ। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সুচনা লগ্নে দেশ ও সরকার গঠনে সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দীন আহমদ এবং এইচ এম কামরুজ্জামানের অবদান, ত্যাগ ও সাহসিকতা দেশের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক রানা মাহমুদ, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হোসাইন, নাজমুল চৌধুরী, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু, সাংগাঠনিক সম্পাদক আলী আহমদ ফারিস, উপদেষ্টা ফিরোজ আলম, সোহেল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, অসিতি বড়ুয়া, শামসুল আরেফিন বাবুল, শামসুর চৌধুরি পনির। লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, যুগ্ম-সম্পাদক একরামুল হক বাবু। স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল, যুগ্ম-সম্পাদক আফরোজ আলম জয়, হেলাল উদ্দিন সহ প্রমুখ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
