কোভিড-১৯ প্রাদুর্ভাবের আগে দেশে ছুটিতে গিয়ে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের কাতারে ফেরত আসার বিষয়ে বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক প্রধান রাষ্ট্রদূত খালিদ ইব্রাহিম আল-হামারের সঙ্গে বৈঠক করেন কাতারের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া কাতারের আমীরের দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে শ্রম আইন সংস্কারের প্রশংসা করেন। কাতারে প্রত্যাবর্তনের অপেক্ষারত প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে কাতার পররাষ্ট্র দফতরের সহায়তা কামনা করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত জসীম উদ্দিন এশিয়া বিভাগের প্রধানকে বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেক পরিবারই তাদের উপার্জনশীল সদস্যদের ছাড়া কাতারে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কাতারে বিনিয়োগকৃত ব্যবসায়ী দেশে আটকা পড়ায় কাতারে তাদের ব্যবসা পরিচালনায় ক্ষেত্রে বড় ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এছাড়া প্রবাসী বাংলাদেশি কর্মীরা যারা করোনাভাইরাস সংক্রমণ পূর্ববর্তী সময়ে ছুটিসহ অন্যান্য কারণে বাংলাদেশে গিয়েছিলেন তারাও কাজে যোগদানের অপেক্ষায় রয়েছেন।
এশিয়া বিভাগের প্রধান এ ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। ইতোপূর্বে বাংলাদেশ দূতাবাস কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের কাছে বিষয়টি উত্থাপন করেছে।
বৈঠকে কাতারে কোভিড-১৯ সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বাংলাদেশ থেকে পেশাদার ও দক্ষ কর্মী নিয়োগ, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর চাপপ্রয়োগ, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠান, উচ্চপর্যায়ের সফর বিনিময়সহ পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য আলোচনা হয়।
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...