Read Time:1 Minute, 20 Second

ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য আবেদন গ্রহণ আপাতত বন্ধ থাকবে। আগামীকাল বুধবার (৭ অক্টোবর) থেকে এ আবেদন বন্ধ হচ্ছে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রিয়াদের লেবার অফিস থেকে ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া কর্মীদের দেশে ফেরার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। সে কারণে আগামী ৭ অক্টোবর থেকে রিয়াদ দূতাবাসে এ সংক্রান্ত আবেদন আর গ্রহণ করা হবে না। পরবর্তীসময়ে রিয়াদ লেবার অফিস আবার নতুন করে আবেদন গ্রহণ শুরু করলে তা জানিয়ে দেওয়া হবে।’
তবে কফিলের কাছ থেকে পালিয়ে যাওয়া কর্মী ও ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া আমেল মানজিলি কিংবা সায়েক খাস পেশার কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইস্তাম্বুলের মেয়র ও ডেইকের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
Next post আগেও দুইবার ওই নারীকে ধর্ষণ করেছিল দেলোয়ার
Close