Read Time:2 Minute, 44 Second

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাঙ্গালি অধ্যুষিত ড‍্যানফোর্থ এলাকায় মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এই মানববন্ধনে কানাডা আওয়ামী লীগ ও কানাডা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড‍্যানফোর্থ এলাকায় রেডহট তন্দুরি সংলগ্ন সড়কে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময়ে মানববন্ধনে বক্তারা কোভিড পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে ভবিষ্যতেও খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবী নিয়ে মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিলু, উপদেষ্টা আব্দুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, সহ-সভাপতি গোলাম সারওয়ার, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আক্রামুল ইসলাম খান, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল এস বি এম হামিদ, কোষাধ্যক্ষ মো. মন্জুর আল করিম রুবেল, দপ্তর সম্পাদক খালেদ আহম্মেদ শামিম, নির্বাহী সদস্য ফৌজিয়া করিম, মোস্তাফিজুর রহমান, সুকোমল রায়, দেলওয়ার হোসেন, মো. জুলহাস উদ্দিন, হাসনাত জামান এবং কানাডা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিরু চাকলাদার, সাংগঠনিক সম্পাদক এমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল আহমেদ, ঝুটন তরফদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, ও দেওয়ান মুরাদ আফজাল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেসে ২১ শে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ভার্চুয়াল আলোচনা
Next post ক্রাইস্টচার্চের ৫১ মুসল্লি হত্যা মামলার রায় সোমবার
Close