Read Time:2 Minute, 19 Second

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিক মো. রায়হান কবিরকে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে দেশটি। আগামী ৩১ আগস্ট তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

গতকাল বুধবার মালয়েশিয়ান গণমাধ্যম দ্য স্টার দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদের বরাত দিয়ে বাংলাদেশি নাগরিক রায়হানের দেশে ফেরার এই তথ্য জানিয়েছে।

দ্য স্টারের প্রতিবদনে বলা হয়েছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশের পরবর্তী ফ্লাইট যাবে আগামী ৩১ অাগস্ট। সেই ফ্লাইটে বাংলাদেশি নাগরিক রায়হানকে দেশে পাঠানো হতে পারে।

করোনাভাইরাস মহামারির মধ্যে অভিবাসী শ্রমিকদের দুর্ভোগ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেয়ার অপরাধে গত ২৪ জুলাই রায়হানকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ জুলাই আল-জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে। প্রতিবেদনে তরুণ রায়হান কবির বাংলাদেশিদের ওপর নিপীড়নের প্রতিবাদ করেন।

সেই প্রতিবেদনে রায়হান বলেছিলেন যে, অনিবন্ধিত বিদেশি শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন, এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে শত শত অভিবাসীকে জেলে পাঠানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বৈরুতে বিস্ফোরণ: আহত নৌবাহিনীর সদস্যরা শঙ্কামুক্ত
Next post হিরোশিমা দিবসে পরমাণু নিরস্ত্রীকরণের ডাক
Close