Read Time:2 Minute, 6 Second

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছর শেষ হওয়ার আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে না। যখন আমেরিকা জুড়ে করোনা ভাইরাসের মহামারী দিন দিন খারাপ হচ্ছে তখন প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলেন। খবর পার্স টুডে’র।

ট্রাম্প বলেন, ‘আমি খুবই ইতিবাচক কিছু শুনেছি। চলতি বছরের শেষ দিকে আমরা মনে করি খুব ভালো একটা অবস্থানে থাকব।’ করোনা ভাইরাস মোকাবেলার সম্ভাব্য ভ্যাকসিন সম্পর্কে তিনি এ মন্তব্য করেছেন। করোনা ভাইরাসের মহামারি মোকাবেলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। আমেরিকার জনগণ মনে করেন করোনা মোকাবেলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল পদক্ষেপ রয়েছে।

নর্থ ক্যারোলাইনার মরিসভিলের ফুজি ফিল্ম প্লান্ট পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আমেরিকার জনগণ সঠিক কাজ করবে বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করবে, জনসমাগম এড়িয়ে চলবে এবং উপযুক্ত সময়ে মাস্ক পরবে।’ ফুজি ফিল্ম পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে মাস্ক পরেন। এর আগে তিনি ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টার পরিদর্শনের সময় প্রথমবারের মতো প্রকাশ্যে মাস্ক ব্যবহার করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিচ্ছে রাশিয়া
Next post ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক
Close