Read Time:1 Minute, 50 Second

করোনাভাইরাসের মহামারির মধ্যে যে দ্রব্যগুলির ব্যবসা সব থেকে বেশি বেড়েছে- মাস্ক, স্যানিটাইজার সেগুলোর মধ্যে অন্যতম। তাই বলে একটি মাস্কের দাম তিন লাখ টাকা হবে? চোখ কপালে ওঠার মতো হলেও মাস্কের দাম আসলেই সাড়ে তিন লাখ টাকা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই টুইটারে সাড়ে তিন লাখ টাকা দামের এই মাস্কটির কথা জানিয়েছে।

এত দাম হওয়ার মূল কারণ এই মাস্কটি বাজারের আর পাঁচটা মাস্কের থেকে একেবারেই আলাদা। কারণ এই মাস্ক সোনা দিয়ে তৈরি। মহারাষ্ট্রের পুণে জেলার বাসিন্দা শঙ্কর কুরাদে নামে এক ব্যাক্তি অর্ডার দিয়ে এমন মাস্ক বানিয়েছেন। পুরো সোনা দিয়ে এই মাস্কটি তৈরি করতে খরচ হয়েছে ২ লাখ ৮৯ হাজার রুপ,যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন লাখ টাকা।

শঙ্কর জানিয়েছেন, মাস্কে ছোট ছোট ছিদ্র রাখা হয়েছে। শ্বাস-প্রশ্বাসে কোনো অসুবিধা যাতে না হয়। কিন্তু এই মাস্ক করোনা সংক্রমণ আটকাতে পারে কি না তা তিনি নিজই জানেন না। আসলে শঙ্করের ছবি দেখলেই বোঝা যায় তিনি সোনার গয়না কতটা পছন্দ করেন। এএনআইর টুইট করা ছবিতে তার গলায় মোটা সোনার হার, ব্রেসলেট, আঙুল ভর্তি আংটি দেখা যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খাশোগি হত্যা : তুর্কি আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন সৌদি দূতাবাসকর্মী
Next post মালিকের ফসল বাঁচাতে হাতির পথ রোধে কুকুরের প্রাণান্ত চেষ্টা
Close