Read Time:1 Minute, 38 Second

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে বাংলাদেশে প্রথম কোনো মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ৬ জুন, শনিবার কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। শনিবার রাতে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, ‘করোনা পরীক্ষার জন্য গত ৪ জুন মন্ত্রী বীর বাহাদুরের নমুনা কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়। আজ পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। তার জ্বর ও কাশি রয়েছে। বান্দরবানের স্থানীয় চিকিৎসাব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় আগামীকাল তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।’

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘ডিপ কোমায়’ মোহাম্মদ নাসিম
Next post বালা নিয়ে আবারও বিতর্ক
Close