করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছিল উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের মৃত্যুর গুঞ্জন। দীর্ঘ জল্পনার পর অবশেষে মে দিবস উপলক্ষে ২০ দিন পর প্রকাশ্যে এসে একটি সার কারখানার উদ্বোধন করেন তিনি। সে দেশের সরকারি টিভি চ্যানেলে দেখানো হয় কিম জং-উনের প্রত্যাবর্তনের অনুষ্ঠান।
তবে প্রায় তিন সপ্তাহ ধরে অজ্ঞাতবাসে থাকার পর কিম জং-উনের হঠাৎ করে প্রকাশ্যে আসা নিয়েও উঠছে প্রশ্ন। দাবি করা হচ্ছে কিম জং-উন নন বরং তার ‘বডি ডাবল’ ওই সার কারখানা উদ্বোধন করেন। অর্থাৎ, তার মতো দেখতে আরেকজনকে কিম বলে চালানো হয়েছে। যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের নিশানা থেকে বাঁচতে হিটলার, স্টালিন, চার্চিলরা করেছিলেন। এমনকি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনেরও ‘বডি ডাবল’ ছিল।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রথম এমনটি দাবি করেন চীনের এক মানবাধিকার কর্মী জেনিফার জেং। নিজের এ দাবির পক্ষে ছবি পোস্ট করে প্রমাণ করার চেষ্টাও করেছেন তিনি।
কিমের পূর্বের ছবিগুলোর সঙ্গে সার কারখানা উদ্বোধনের ছবির বেশকিছু অমিল রয়েছে। যেগুলো এ সন্দেহকে আরও উসকে দিয়েছে। নতুন ছবিতে কিমকে বেশ স্থুল দেখাচ্ছে।
এ ছাড়া তার কান ও মুখের আকৃতি, চুলের স্টাইল, দাঁতের আকার এবং ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও কিমের বডি ডাবল নিয়ে আলোচনা হয়েছে। পূর্ববর্তী একটি প্রতিবেদনে কিমকে তার বডি ডাবলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে।
যদিও এমন দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়া।
কিমের অজ্ঞাতবাসের সময় ৫০ জনের চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছিল চীন। তবে সেই প্রসঙ্গে পরবর্তী সময়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...