Read Time:2 Minute, 19 Second

চীনের উহান শহরের ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে যে, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই এই ভাইরাস ছড়িয়েছে?’

জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ এটিকে (ল্যাব থেকে ভাইরাস আসার সম্ভাবনা) খুব গুরুত্বের সঙ্গে দেখছিল।’

‘এটি কোথায় আছে তা আমরা দেখতে যাচ্ছি, এটি কোথা থেকে এসেছে তা আমরা দেখতে যাচ্ছি,’ বলেন ট্রাম্প।

যুক্তরাজ্যভিত্তিক মেট্রো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে চীনের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তীব্র সমালোচনা করেন ট্রাম্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘তারা (ডব্লিউএইচও) চীনের জনসংযোগ সংস্থার মতো আচরণ করেছে। অথচ, চীন তাদের বছরে ৩৮ মিলিয়ন ডলার দেয়। যেখানে যুক্তরাষ্ট্র দেয় প্রায় ৫০০ মিলিয়ন ডলার।’

‘বেশি দেওয়া বা কম দেওয়া কোনো বিষয় না। কিন্তু কেউ যখন ভয়াবহ ভুল করে, বিশেষত এমন ভুল যা বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণ কেড়ে নেয় তখন তাদের অজুহাত দেওয়া উচিত নয়। আমি মনে করি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজেদের কাজে লজ্জা পাওয়া উচিৎ’, যোগ করেন ডোনাল্ড ট্রাম্প।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নভেল করোনা ভাইরাস মানুষের তৈরি : নোবেলজয়ী বিজ্ঞানীর দাবি
Next post করোনা থেকে কবে মুক্তি বলতে পারছে না কেউ
Close