Read Time:2 Minute, 12 Second

জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য আগামী সেপ্টেম্বরের মধ্যেই করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ডা. গাও ফু। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে ডা. গাও ফু এমনটি দাবি করেন।

সাক্ষাতকারে ডা. গাও ফু বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রতিষেধক ব্যবহার করা হবে যেমন স্বাস্থ্য কর্মীদের এই প্রতিষেধক বেশি প্রয়োজন। এই প্রতিষেধক জনগণের সুস্বাস্থ্যের জন্য প্রয়োগ করা হবে। আপনার এটি নিশ্চিত করতে হবে যে আপনি যেটি বানাচ্ছেন সেটি নিরাপদ। তবে এটি বলা যাবে না যে কাজ করতে পারে নাও পারে। আপনাকে অবশ্যই এমন কিছু বানাতে হবে যা কাজ করবেই।

ওই সাক্ষাতকারে ডা. গাও ফু আরো বলেন, আমরা সবাই প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি সেপ্টেম্বরে জরুরিভিত্তিতে আমরা করোনার প্রতিষেধক ব্যবহার করতে পারবো। চীনে এখন দুটি কোম্পানি প্রতিষেধক বানানোর চেষ্টা করছে। তারা প্রতিষেধকগুলোর ক্লিনিক্যাল ট্রায়ালও দিচ্ছে। এছাড়া বিশ্বের অন্যান্য বিজ্ঞানীরাও করোনা ভাইরাসের প্রতিষেধক বের করতে কাজ করে যাছেন।

জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এ পর্যন্ত প্রায় ১৫০ টি ওষুধ নিয়ে গবেষণা করা হচ্ছে। বিজ্ঞানীরা দাবি করছেন, এগুলোর মধ্যে করোনার প্রতিষেধক বের হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা পাওয়া আসলাম ফকির আবারো খুনের আসামি
Next post বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেছে
Close