Read Time:2 Minute, 29 Second

প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েই ফিরেছেন বেলজিয়ামের এক চিকিৎসক। টানা তিন সপ্তাহ কোমায় থাকার পর ফিরে এসেছেন এই ইউরোলোজিস্ট। গত মঙ্গলবার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে বেরিয়ে আসার পরই নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি। হাসপাতালের রুমে বসেই শুনিয়েছেন তার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই কাহিনী।

বেলজিয়ামের ওই চিকিৎসকের নাম অ্যান্তয়িন সাসিন। তিনি বলেন, ‘আমি আমার শেষ দেখতে পাচ্ছিলাম, ভেবেছিলাম মরে যাচ্ছি। কোনোদিন আর জাগব না।’

৫৮ বছর বয়সী চিকিৎসক অ্যান্তয়িন সাসিন যে হাসপাতালে কাজ করেন, সেখানে তিনিসহ তার টিমের সবার স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত করা হয়েছিল। সাসিনের শরীরের অবস্থা খারাপ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

সে সময় কোমায় চলে গিয়েছিলেন ওই চিকিৎসক। তার কথায়, বেঁচে ফেরার প্রচণ্ড ইচ্ছাই তাকে আবার জাগিয়ে তুলেছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের অনুভূতিকে ‘অভাবনীয়’ উল্লেখ করে সাসিন জানান, কোমায় থাকা অবস্থায় তিনি ৪ বছর আগে মারা যাওয়া তার বাবাকে দেখতে পেয়েছেন। এমন কি বাবার সঙ্গে নাকি কথাও বলেছেন তিনি।

তিনি বলেন, ‘আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে যখন আমি জেগে উঠে আমার বন্ধুদের মুখ দেখতে পেয়েছি। এটা আসলেই ভাষায় প্রকাশ করা যায় না।’

সাসিন এখন পরিবারকে কাছে পাওয়ার অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। করোনা ধরা পড়ার পর থেকে কাউকে এতদিন দেখেননি তিনি।

বেলজিয়ামে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫ হাজার ৬৮৩ জন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ঘণ্টায় ৭৫০টি করোনা টেস্ট করবে প্রশিক্ষিত কুকুর!
Next post করোনায় লস এঞ্জেলেসে রমজান
Close