গত ১৫ এপ্রিল ২০২০ বুধবার রাত সাড়ে ৮টায় (নিউ ইয়র্ক সময়) মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) টেলি সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করে। টেলি অনরাইন (জুম এর মাধ্যমে) মত বিনিময় সভা পরিচারনা করেন মুনার ন্যাশনার কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর হারুনুর রশীদ।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভাইস প্রেসিডেন্ট নূরুজ্জামান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন।
তিনি বলেন, করোনা বর্তমান সময়ে আমরা সকলেই একটি পরীক্ষার মধ্যদিয়ে যাচ্ছি। অসংখ্য মানুষ তারর আপনজন হারাচ্ছেন। সর্বত্র একটা অনিশ্চয়তা, হাহাকার বিরাজ করছে। এ অবস্থায় মুনা একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে অসহায় মানুষের কল্যানে মার্চ মাসের ১ সপ্তাহ থেকে ব্যাপক কর্মসূচী নিয়ে কাজ শুরু করেছে। একই সাথে রমজানেও মুনা গ্রহণ করেছে বিশেষ কর্মসূচী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দশ হাজার মানুষের জন্য সাহায্যকারী গিফট প্যাকেজ আমেরিকায় সর্বত্র প্রয়োজনীয় মানুষদের মধ্যে বিতররণ করা হবে। প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য জাতি ও ধর্মের দু:স্থ মানুষের কল্যানে এগুলো বিতরণ করা হবে। লস এঞ্জেলেসে প্রাথমিক অবস্থায় ৫০ জন মানুষের কাছে এই রমাদান গিফট প্যাকেজ বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া আরও জানান যে, হটলাইনের মাধ্যমে চিকিৎসা সহ সকল ধরণের সাহায্য সহযোগিতা করার কথা উল্লেখ করেন।
(হটলাইন-৮৭৭-৬৮৬-২৭৭৪)। এ পর্যন্ত ৩৩ জন করোনায় মৃত মানুষের শেষকৃত করেছে এবং প্রয়োজনে আগামীতেও এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি প্রদান করে মুনার নেতৃবৃন্দ।
টেরি সংবাদ সম্মেলনের শেষে প্রবাস বাংলার প্রতিনিধি মুনার ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুলর মান্নান এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে ৫০০ রমাদান গিফট প্যাকেজ পেয়েছি। যা করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেব। যাদের প্রয়োজন তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের বাড়িতে গিয়ে সাহায্য পৌঁছে দেব।
তিনি আরও বলেন, সামাজিকভাবে এই সকলর সাহায্য প্রাপ্তি আত্মমর্যাদার রক্ষার্থে গোপনীয়তা রক্ষা করা হবে। প্রয়োজনীয় সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন-
(২১৩-৯৪৯-৭৮৩১/২১৩-৯২৬-২৯৫৯)।
More Stories
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...