গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় নিজের ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় নিজেকে ‘এলাকার ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ফুটবল প্রতীকে ভোট চান তাসনিম জারা।
ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, নির্বাচিত হলে এসব বিষয়ে সংসদে আইন প্রণয়নের প্রস্তাব উত্থাপন করবেন এবং এলাকাবাসীর কাছে নিয়মিত জবাবদিহির একটি কাঠামো গড়ে তুলবেন।
গ্যাস ও নাগরিক সেবা: অগ্রাধিকার ভিত্তিতে সমাধান
ইশতেহারে গ্যাস–সংকট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাসনিম জারা বলেন, গ্যাস সরবরাহ না থাকলে গ্রাহকদের মাসিক বিল মওকুফ করতে হবে। এ লক্ষ্যে সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবেন তিনি।
পাইপলাইন ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ন্যায্যমূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহে বাধ্য করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এলপিজির বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এই প্রার্থী।
বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, বর্ষা শুরুর আগেই ড্রেন পরিষ্কার করা হবে এবং বাসাবাড়ির সামনে ময়লার স্তূপ সরিয়ে আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ভাঙা রাস্তার সমস্যা নিরসনে ওয়াসা বা সিটি করপোরেশন—যে সংস্থাই রাস্তা কাটুক না কেন—নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারকে জরিমানা গুনতে হবে বলেও জানান তিনি। পাশাপাশি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন তাসনিম জারা।
স্বাস্থ্য: প্রতিরোধ ও প্রস্তুতির ওপর জোর
স্বাস্থ্য খাতে ইশতেহারে মুগদা হাসপাতালের সেবার মান উন্নয়ন, চিকিৎসক–সংকট নিরসন এবং অব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেন তাসনিম জারা। পাড়ার ক্লিনিকগুলোকে আধুনিক সরঞ্জাম দিয়ে ‘মিনি হাসপাতাল’-এ রূপান্তরের কথাও বলেন তিনি।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সারা বছর কাজ করবে—এমন একটি স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠনের ঘোষণা দেন এই স্বতন্ত্র প্রার্থী। নারী স্বাস্থ্যসেবার অংশ হিসেবে হাসপাতাল ও সরকারি স্থাপনায় গর্ভবতী মায়েদের জন্য সাশ্রয়ী চিকিৎসা, ব্রেস্টফিডিং স্পেস এবং নারীবান্ধব টয়লেট নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
‘মাদক নয়, আলো চাই’
মাদক ও অপরাধ দমনে ‘মাদক নয়, আলো চাই’ স্লোগান তুলে ধরে তাসনিম জারা বলেন, তরুণদের জন্য সুস্থ বিনোদন ও সমাজকল্যাণমূলক কাজের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা মাদকের দিকে ঝুঁকে না পড়ে। তিনি স্পষ্ট করে বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হবে না।
এলাকার নিরাপত্তা বাড়াতে স্কুল ও গার্মেন্টস এলাকায় পর্যাপ্ত ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি গণপরিবহনে নারীদের জন্য সংরক্ষিত আসন ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তাসনিম জারা।
শিক্ষায় সংস্কার: কোটা নয়, মেধা
শিক্ষা খাতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়ে তিনি বলেন, স্কুল ভর্তিতে এমপির কোনো কোটা বা সুপারিশ থাকবে না। মেধা ও স্বচ্ছতাই হবে ভর্তির একমাত্র মানদণ্ড।
এ ছাড়া স্কুলগুলোতে আধুনিক বিজ্ঞান ল্যাব, কোডিং ক্লাব ও লাইব্রেরি গড়ে তোলার কথা বলেন তিনি। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।
অর্থনীতি: সুযোগ হবে সবার
অর্থনৈতিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া সহজ শর্তে ঋণ এবং স্টার্টআপ ফান্ড চালুর ঘোষণা দেন তাসনিম জারা। কর্মজীবী মায়েদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে সাশ্রয়ী কমিউনিটি ডে-কেয়ার সেন্টার চালুর কথাও জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের জন্য ই-কমার্স প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা অনলাইনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন—এমন প্রতিশ্রুতিও দেন তিনি।
‘অতিথি পাখি নই, আপনাদেরই একজন’
‘নো প্রটোকল’ নীতির কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, তাঁর সঙ্গে দেখা করতে কোনো “ভাই” বা “নেতা” ধরার প্রয়োজন হবে না। নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় একটি অফিস চালু করা হবে, যা সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।
এ ছাড়া নাগরিক অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি জানাতে একটি ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড চালুর ঘোষণাও দেন ফুটবল প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী।
More Stories
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
