Read Time:4 Minute, 47 Second

মার্চ থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমান সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট। বিমানের এমন সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটে মার্চ ফর বিমান কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা।

প্রবাসীরা বলেন, অযৌক্তিক কারণ দেখিয়ে উদ্দেশ্যমূলকভাবে এই রুটের ফ্লাইট বন্ধ করা হচ্ছে, যা সিলেট ও নর্থ ইংল্যান্ডে বসবাসরত লক্ষাধিক প্রবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হবে। এমন সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সিলেট ও ম্যানচেস্টারে আন্দোলন, বিমান বয়কট, রেমিট্যান্স স্ট্রাইকের মতো পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে সিলেটের সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দও অংশ নেন।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মিছিল সহকারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জোনাল অফিসের ফটকের সামনে সমাবেশ করেন প্রতিবাদকারীরা। পরে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট জোনাল অফিসের ম্যানেজার মাহমুদুর রহমান মাসুম কর্তৃপক্ষের হয়ে স্মারকলিপি গ্রহণ করেন।

তিনি বলেন, সিলেটের প্রবাসী ও বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন। তারা স্মারকলিপি দিয়েছেন। এটি যথাযথ কর্তৃপক্ষে কাছে পাঠিয়ে দেওয়া হবে। যেকোনো সিদ্ধান্ত তারাই নেবেন।

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মার্চ ফর বিমান কর্মসূচি আহ্বান করে ইউকে এনআরবি সোসাইটি ও নর্থ ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিল ফোরাম।

সমাবেশে অংশ নেওয়া সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট-ম্যানচেস্টার রুটটি অলাভজনক নয় বরং যাত্রীচাপে নিয়মিত পূর্ণ থাকে। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই রুটে প্রায় ৩৮ হাজার যাত্রী যাতায়াত করেছেন যেখানে বিমানের আসন সংখ্যা ছিল ৪০ হাজার। তবুও লোকসানের অজুহাতে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক।

ইউকে এনআরবি সোসাইটির সহসভাপতি মিজানুর রহমান বলেন, যে রুটে বিমান কর্তৃপক্ষ ৮৩ পার্সেন্ট ব্যবসা করে সেই রুটটি কীভাবে লোকসান হয়। বেশির ভাগ যাত্রী ৭০০ থেকে ৮০০ পাউন্ডের টিকিট ১২০০ থেকে ১৫০০ পাউন্ডে ক্রয় করেন। বিমানের একটি অসাধু চক্র এই টাকা লোপাট করে প্রতিমূহূর্তেই ফ্লাইটটিকে লোকসান দেখানোর পায়তারা করছে।

ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমেদ জুনেদ বলেন, সিলেট-ম্যানচেস্টার রুট কখনোই অলাভজনক ও যাত্রী সঙ্কটে ছিল না। প্রবাসীদের নিয়ে বিমান কর্তৃপক্ষের ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর ও ওল্ডহাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন, সোসাইটির ডিরেক্টর ইসমাইল হোসেন ও মোতালিব চৌধুরী, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা বুলবুল আমিন, বদরুল আলম, দবির মলি­ক, জামান মিয়া, রাসেল চৌধুরী, নুরুল আমিন, মাসুকউদ্দিন, শাহাবউদ্দিন, ড্যানি, আব্দুস শহীদ প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
Next post অপরাধীদের শাস্তি পেতে হবে: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান
Close