Read Time:3 Minute, 7 Second

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছোঁ মেরে নিতে চায়, তার ডানাসহ ছিঁড়ে ফেলবেন। নিজেদের ভোটের পাহারাদার হতে হবে, অন্যের ভোটেরও পাহারাদার হতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে বাগেরহাট খানজাহান আলীর (রহ) মাজার মোড়সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পালটে দিতে চাই। যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, পৈতৃক সূত্রের রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। আমরা সবাইকে বন্ধু হিসেবে পেতে চাই, কাউকে প্রভু হিসাবে নয়। অতীতে কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়ে ৫৪ বছর ঘাড়ে চেপে বসেছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না।

তিনি আরও বলেন, বাগেরহাটের অনেক সমস্যা আছে। বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। যারা কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারব না। এ জাতিকে পালটানোর জন্য পাঁচটা বছর যথেষ্ট। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারব ইনশাআল্লাহ।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, খেলাফত মজলিসের বাগেরহাট জেলার সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, এনসিপির বাগেরহাট জেলার সিনিয়র সমন্বয় সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান
Next post নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
Close