মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীনস্থ বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টার (ওএসসি)-এ সাক্ষাৎকার সংক্রান্ত সকল কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। সেবা কার্যক্রমে সমন্বয় সাধন এবং কাউন্টার সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্থগিতাদেশের আওতায় ১৯৫৫ সালের কর্মসংস্থান আইন (Employment Act 1955)-এর ৬০কে (Section 60K) ধারার অধীনে অনুমোদন-পরবর্তী সাক্ষাৎকার, বিদেশি কর্মী কোটা আবেদন সংক্রান্ত সাক্ষাৎকার এবং নিয়োগকর্তা পরিবর্তন সংক্রান্ত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাৎকার ব্যতীত অন্যান্য প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মেই চালু থাকবে। ফলে যেসব আবেদন বা সেবা সরাসরি সাক্ষাৎকারের সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলো নির্ধারিত সময় অনুযায়ী গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
কেডিএন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিদেশি কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সেবায় চাপ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকসেবা আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে অভ্যন্তরীণ সমন্বয় ও কাঠামোগত উন্নয়নের প্রয়োজন দেখা দেয়। এরই অংশ হিসেবে সাময়িকভাবে সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল নিয়োগকর্তা ও আবেদনকারীদের এই সময়সূচি অনুযায়ী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সাক্ষাৎকার সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্যের জন্য কেডিএনের নির্ধারিত ই-মেইল ঠিকানা melosc_kdn@moha.gov.my-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। ওয়ান-স্টপ সেন্টারের মাধ্যমে এই প্রক্রিয়াকে সহজীকরণ করা হলেও, সময়োপযোগী সংস্কার ও সেবার মান উন্নয়নের জন্য মাঝে মাঝে এমন সমন্বয়মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট মহল আশা করছে, ১৯ জানুয়ারির পর সাক্ষাৎকার কার্যক্রম পুনরায় শুরু হলে সেবার গতি ও মান আরও উন্নত হবে।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
