Read Time:1 Minute, 36 Second

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে আয়োজিত ভারত–বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের বিজয় দিবসের ১০ দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ রেখে পাশে দাঁড়িয়েছিল ভারত। ঐতিহাসিক এই সম্পর্ক এগিয়েছে বহুদূর।’

প্রণয় ভার্মা বলেন, ‘আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারব না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘ভারত চায়, দুই দেশের জনগণের সম্পর্ক আরো গভীর হোক। সহযোগিতার যে ধারা শুরু হয়েছিল একাত্তরে, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অন্তর্ভুক্তি জাতি হিসেবে তা অব্যাহত রাখবে।’

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামের নাটক ও গান পরিবেশন করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
Next post কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
Close