Read Time:7 Minute, 33 Second

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহানবীর ন্যায়পরায়ণতা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় সন্দেহ ছিলোনা। মহানবীর সেই ন্যায়পরায়ণতার আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। মহানবীর ‘ন্যায়পরায়ণতা’র আদর্শে উজ্জীবিত একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম- খতিব-মুয়াজ্জিন আলেম ওলামা পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ কথা জানান তিনি।

তারেক রহমান বলেন ,আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে ইমাম-মুয়াজ্জিনদেরকে ‘সম্মানী ভাতা’ দেয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। একইসঙ্গে ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’কে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ,আজকের এই সম্মেলনটি আরো আট দশটি সাধারণ রাজনৈতিক সম্মেলন কিংবা সমাবেশের মতো নয়। আজকের এই সম্মেলনে রাষ্ট্র এবং সমাজের এমন মানুষেরা উপস্থিত হয়েছেন কিংবা আমরা যারা এই সম্মেলনে অংশ নিয়েছি আমাদের প্রতিটি বিশ্বাসী মুসলমানের একটাই চাওয়া একটাই আকাঙ্খা একটাই প্রার্থনা।

রাব্বানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আ-খিরাতি হাসানাতান ওয়া কিনা আজাবান-নার। হে প্রভু, আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দাও এবং আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।

তারেক রহমান বলেন , সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের চেয়ে ইসলাম সম্পর্কে আপনারা অবশ্যই সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্ঞান রাখেন।একজন বিশ্বাসী মুসলমান এবং রাজনৈতিক কর্মী হিসেবে ইসলাম সম্পর্কে সাধারণ মুসলমানদের যে মৌলিক জ্ঞান সেই জায়গা থেকে বলতে পারি তাওহীদ-রিসালাত-আখিরাত এই তিনটি বিষয়ে নিঃশর্ত বিশ্বাস স্থাপন ছাড়া কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয়। আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা-নামাজ-রোজা-হজ্ব-জাকাত ইসলামের এই পাঁচটি মৌলনীতি অবশ্যই পালনীয়। এর কোনো বিকল্প নেই। আমরা দেখতে পাই ইসলামের এই পাঁচটি বিষয়ে কিন্তু বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে কোনো বিরোধ নেই বরং চূড়ান্ত ঐক্য রয়েছে। তবে, ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তবায়নের প্রক্রিয়া-পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ কিংবা ভিন্নমত দৃশ্যমান।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে আল্লাহ’র উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর ‘শান এবং মান’ সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই। তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্নমত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টিরও কারণ হয়ে ওঠে।

এ ক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে, ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যেঅনৈক্য সৃষ্টির কারণ না হয় এ বিষয়টি নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলামা-মাশায়েখ,ইমাম-খতীবগণ যোগ্য ভূমিকা পালন করতে পারেন।

তারেক রহমান বলেন ,ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যানমুলক সমাজ-সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসংকোচে কোরান সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন। নির্ভয়ে নিরাপদে এবাদত বন্দেগী করতে পারবেন। একইভাবে অন্য ধর্মের মানুষেরাও নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবেন। বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি ভবিষ্যতেও করবেনা ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে এখানে যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছেন।. আপনারা নিঃসন্দেহে জানেন, পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের দল যারা স্বাধীনতাত্তোর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছেমতো সংবিধান রচনা করেছিল সেই সংবিধানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্খার প্রতিফলন ঘটেনি।

পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস’ অন্তর্ভুক্ত করেছিলেন।বর্তমানে সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস’ ‘কথাটি এভাবে রাখা হয়নি। কেন এভাবে রাখা হয়নি এ প্রশ্নটি আপনাদের সামনে রেখে গেলাম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
Next post সমাজের ফায়সালা মসজিদের মিম্বর থেকে হবে: জামায়াত আমির
Close