এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আমলের ব্যাংক, শেয়ার বাজার লুটের টাকার নব্য পাহারাদার হয়েছে বিএনপি। দুইটা আসন নিয়ে এনসিপিকে কেনা যাবে না অভিযোগ করে তিনি বলেছেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনা না গেলে, উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাব।’
রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনসিপি সমর্থক আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এএলএ) আত্মপ্রকাশ এবং জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন বলেন, সংবিধানের গণভোট নেই, আছে নির্বাচন। জাতির সঙ্কট দূর করতে নির্বাচন করতে হবে। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষা করতে হবে।
জুলাই সনদ গণভোট জনগণ বোঝে না, ঘাড়ের চাপিয়ে দেওয়া হয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে নাসীরুদ্দীন বলেছেন, ‘আপনি যদি না বোঝেন, তাহলে রাজনীতিতে এসেছেন কেন?’
নাসীরুদ্দীন বলেন, গত ১৫ বছরে লুটেরারা ব্যাংক শেয়ারবাজারের টাকা লুট হয়েছে। এই টাকাগুলো বারিধারাসহ বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এগুলোর নব্য পাহারাদার সেজেছে বিএনপি। যে রকম চাঁদাবাজি হয়েছে, আপনাদের মুখে লজ্জা ফুটে উঠে না? সরকারের উচিত ছিল, লুটের টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা। অর্থ উপদেষ্টাসহ যারা আছেন, তাদের অনেক আস্থা নিয়ে বসিয়েছিলাম। তারা আমাদের একটা লাড্ডু ধরিয়ে দিয়েছেন।
বিএনপির সমালোচনা করে নাসীর বলেন, ‘আওয়ামী লীগের পরিণতিই বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদের দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন। আপনাদের জোর টাকার মনোনয়ন, আমাদের জোর রক্ত। খেলা হবে। আমরা রক্ত দিতে এসেছি, দুর্নীতির টাকায় বাংলাদেশে আর নির্বাচন করতে যাব না।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার না হলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে এ বিষয়ে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
এএলএ আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক যোবায়ের আল মাহমুদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। পরে এনএলএর ৭৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
