Read Time:6 Minute, 29 Second

‘ইসলামের মশাল বহাকরা বিশ্বব্যাপী ঈমান ছড়িয়ে দিচ্ছে’ এই স্লোগানকে ঘিরে ফিলাডেল ফিয়া কনভেনশন সেন্টারে হলে গেল তিনদিন ব্যাপী মুনার (মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা) কনভেনশন ২০২৫।
প্রতিবছরের ন্যায় এবারও প্রায় ২০ হাজার মানুষের সমাগম হয় এ কনভেনশনে।
মুনা উত্তর আমেরিকার বাংলাদেশীদের জন্য একটি ইসলামী সংগঠন। তথাপি উক্ত সম্মেলনে অন্যান্য ভাষাভাষী ও দেশের মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়। উক্ত সম্মেলন আমেরিকার মুসলিমদের মধ্যে একটি বৃহত্তর ও অন্যতম মিলন মেলা।
গত ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ শিশু, কিশোর-কিশোরী, নারী ও পুরুষ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই সম্মেলনের কার্যক্রম।

কনভেনশনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল একাধিক সেমিনার, শিশুদের বিভিন্ন রাইড, বেবী সিটিং, ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশাল বাজার, ইয়ুথ প্রোগ্রাম, সিস্টার্স প্রোগাম ইত্যাদি। ৩৫ জন বিশ্বের নামকরা স্কলার এতে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন- ড. ওমর সুলেইমান, ইমাম দেলোয়ার হোসাইন, সামী হামদী, মোহাম্মদ ইলসেনওয়ে, ড. আলতাফ হোসাইন, ইমাম টম ফ্যাকইন, হামজাহ আব্দুল মালিক, ইমাম সিরাজ ওহাজ, আসিফ হাইবানী, আব্দুল নাসির জাংদা সহ প্রমুখ। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে, বাংলাদেশ, যুক্তরাজ্য ও আফ্রিকার বিশিষ্ট ইসলামীক স্কলারগণ কনভেনশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মুনা কনভেনশনে শিশু-কিশোর, ইয়ুথ ও নারীদের জন্য আলাদা অনুষ্ঠান ছিল উৎসাহব্যাঞ্জক। নতুন প্রজন্মের তরুণদের জন্য রোবটিক এআই এর মত অনুষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও তরুণী সিস্টার ও অ্যাডাল্ট ভাই-বোনদের জন্য ছিল বিভিন্ন সেমিনার ও অনুষ্ঠানাদি। প্রবাসে ইসলামিক পরিবার গঠনের জন্য মুনার মেট্রোমোনিয়ল বিভাগ রয়েছে। যার মাধ্যমে ছেলে মেয়েরা তাদের জীবনসঙ্গী খুঁজে নেয়। তারই ধারাবাহিকতায় রোববারে ছিল ‘মেট্রোমোনিয়ল ডে’। এখানে তরুণ ছেলে-মেয়েদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন তাদের ‘ম্যাচ মেকিং’ এর জন্য কিছু স্পেশাল পর্ব ছিল। কলেজ পড়ুয়া বা বিভিন্ন চাকরীতে যুক্ত বিবাহযোগ্য ছেলে-মেয়েদের এই পর্বে যোগদান করার সুযোগ থাকে।


উল্লেখ্য, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা একটি অলাভজনক দাওয়াত ভিত্তিক সমাজসেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে প্রধান নগরী নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যে মুনার কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পশাপাশি কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংগঠিত করতে সদা সচেষ্ট। মুনা মুসলমানদেরকে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম চর্চার আহ্বান জানিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে। বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ বিনামূল্যে বিতরণের কার্যক্রম চালু করেছে।


এছাড়া আমেরিকার বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে মুনা অত্যান্ত সক্রিয়ভাবে জাড়িত।
সমাপ্তি অনুষ্ঠানে মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ও কনভেনশন কমিটির চেয়ারম্যান আরমান চৌধুরী ও মুনার প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন আগত অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং মিডিয়া চেয়ার ছিলেন ক্যালিফোর্নিয়ার গাজী আনিসুর রহমান। এবারই প্রথম ক্যালিফোর্নিয়া থেকে মিডিয়ার মানুষ উপস্থিত হয়ে সম্মেলন পর্যবেক্ষণ করে এবং বৃহত্তর টিম অংশগ্রহণ করেন।
সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিল মেলা। বিভিন্ন ইসলামিক সংগঠন ধর্মীয় পোশাক, সুগন্ধি ও গহনা স্টলে পরিবেশন করে বিক্রি করেন।
এছাড়া শিশুদের আনন্দ দেওয়ার জন্য ছিল বিশাল খেলার আয়োজন। প্রতিবছর প্রায় এক মিলিয়ন ডলারের মত খরচ হয় এ আয়োজনে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার
Next post গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
Close