ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হিন্দু-মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন, আটক এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি করার প্রতিবাদে রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে কলকাতার রাজপথে বিরাট মিছিল করেছে বাংলা পক্ষ।
সংগঠনটি জানায়, এসব রাজ্যে প্রশাসন পরিকল্পিতভাবে বাঙালি শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। কাজ হারানো, শারীরিক হামলা এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি হওয়ার পর অসংখ্য বাঙালি রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। অথচ বাংলার শিল্পাঞ্চল ও শহরাঞ্চলের অনেক কাজ বহিরাগতদের দখলে রয়েছে।
ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় বাংলা পক্ষ এই মিছিল আয়োজন করে রাখি পূর্ণিমার দিন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন, সেই স্মৃতিকে সম্মান জানিয়ে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামবাজারে বীর সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে। রাখি বন্ধনের প্রতীকী বার্তার মাধ্যমে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন নেতারা।
সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, হিন্দি সাম্রাজ্যবাদী, বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালির ভাষা, সংস্কৃতি ও নাগরিকত্ব কাড়তে চায়। কিন্তু বাংলা পক্ষ তা হতে দেবে না। বাঙালি জাতীয়তাবাদের ঢেউ ক্রমেই শক্তিশালী হচ্ছে। আমরা মাথা উঁচু করে প্রথম সারির নাগরিক হয়েই বাঁচব।
তিনি বাংলার সরকারের কাছে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন ও ভিনরাজ্য থেকে ফিরে আসা বাঙালিদের কর্মসংস্থানের দাবি জানান।
সাংগঠনিক সম্পাদক ও শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন, মুসলমান অনুপ্রবেশকারী তাড়ানোর নামে বিজেপি আসলে বাঙালি জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। আক্রমণের কারণ ধর্ম নয়, মাতৃভাষা। বাবাই সর্দার থেকে বুদ্ধদেব বারিক—হাজার হাজার হিন্দু বাঙালিকেও ডিটেনশন ক্যাম্পে অত্যাচার করা হয়েছে। তাই প্রতিরোধ গড়তে হবে বাঙালি হিসেবেই।
এদিনের মিছিলে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়, আব্দুল লতিফ, সম্রাট কর, মহ সাহীন, সৌম্যকান্তি ঘোড়ই, বিভিন্ন জেলা সম্পাদক ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি বাঙালির উপর নির্যাতন বন্ধ এবং বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়নের দাবিতে গর্জে ওঠে।
More Stories
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মোদির গভীর উদ্বেগ
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...
অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন নিরাপত্তা উপদেষ্টা
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সাক্ষাতে অজিত দোভালকে...
বাংলাদেশে বিজনেস ভিসা দেওয়া শুরু হয়েছে: প্রণয় ভার্মা
বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যুর কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর...
খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের
চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বেশ কয়েকদিন অশান্ত ছিল। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, খাগড়াছড়িকে...
ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে: প্রনয় কুমার ভার্মা
পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিলতার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা।...
মোদিকে তীব্র আক্রমণ ওয়াইসির, ‘আপনার ঢাকার বোন দিল্লিতে বসে আছে’
ভারতের বিহারে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ উপস্থিতি। বিজেপির শীর্ষ নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী...
