Read Time:2 Minute, 29 Second

জাতির উদ্দেশে বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ ঘোষণাপত্র উপস্থাপন করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (৪ আগস্ট) বিকেলে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২ আগস্ট দেওয়া একটি পোস্টে তিনি জানান, অন্তর্বর্তী সরকার ‘জুলাই ঘোষণাপত্র’-এর চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে এবং তা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের উপস্থিতিতে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঘোষণাপত্র। এক বছর পূর্তি উপলক্ষে ঘোষণাপত্রের খসড়া সম্প্রতি বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঘোষণাপত্রে মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত খসড়ায় উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক খসড়ায় এ বাক্য ছিল, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান সংঘটিত হয়।”

ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত দফাগুলোতে শাসনতন্ত্র সংস্কার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দুর্নীতি দমন, শিক্ষানীতি পরিবর্তন, মানবাধিকার সুরক্ষা ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা নিয়ে সুস্পষ্ট রূপরেখা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ৫ আগস্ট চূড়ান্ত বিজয়: রাষ্ট্রপতি
Next post জনকণ্ঠ দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, যা বললেন সাংবাদিক নেতারা
Close