দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয় লাভ করব।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
বক্তব্য দেওয়ার একপর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান জামায়াত আমির। কিছু সময় পর তিনি সুস্থ হয়ে উঠে বসে বক্তব্য চালিয়ে যান। পরে আবার দাঁড়াতে গিয়ে পুনরায় অসুস্থবোধ করলে বসে থেকেই বক্তৃতা শেষ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির মূল উদঘাটনের জন্য যা যা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও বিজয়ী হব।
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া নেতাকর্মীদের স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর আজ আমরা অত্যন্ত অনুকূল পরিবেশে সমাবেশ করছি। যারা ত্যাগের বিনিময়ে ১৫ বছরেরও বেশি সময়ের অন্ধকার যুগে নিপীড়নের শিকার হয়েছেন, শহিদ হয়েছেন, আহত কিংবা পঙ্গু হয়েছেন—আমরা তাদের কাছে গভীরভাবে ঋণী।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আবু সাঈদরা যদি বুক পেতে না দাঁড়াত, হয়তো আজকের বাংলাদেশ আমরা পেতাম না।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।
এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান। তাকে ঘিরে রাস্তার দুই পাশে স্লোগান দেন নেতাকর্মীরা। আমিরকে হাসিমুখে সাড়া দিতে দেখা যায়।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
