জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি গঠিত হবে উইদাউট আওয়ামী লীগ। আমরা সেই নির্মাণকাজ ইতিমধ্যে শুরু করেছি।’ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ার বিজয়স্তম্ভে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’–পরবর্তী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘গত পরশু আমাদের ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের জন্য আর কোনো ক্ষমার সুযোগ রাখেনি। যেমন কিয়ামতের পর তওবা গ্রহণ হয় না, তেমনি এ দলেরও আর কোনো ক্ষমা নেই।’
তিনি বলেন, ‘যারা দুই দিন ধরে খুনিদের পক্ষ নিচ্ছেন, তারা আসলে আওয়ামী লীগের ডেড লিস্টে নেই, বরং ব্যবসা ও ব্যাকডোর ডিপ্লোম্যাসিতে যুক্ত।’
আওয়ামী লীগের সঙ্গে আপসকে ‘মৃত্যুর পরোয়ানা’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘যারা সেই মঞ্চে ছিলেন—কারও জামাই, কারও শালা—তারা আজ চুপ হয়ে আছেন। কিন্তু আমরা চুপ থাকতে পারি না।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজ যারা টিভি, কলম আর বিবেক বিক্রি করেছেন, তারা বুদ্ধিপাপী। আপনারা কোম্পানির কাছে আপনার বুদ্ধিজীবিতা বর্গা দিয়েছেন, আর আমরা আমাদের জীবনের দায় জনগণের কাছে সঁপে দিয়েছি। আপনাদের দিয়ে বাংলাদেশ গড়া যাবে না।’
তিনি দাবি করেন, ‘আওয়ামী লীগের পতন কোনো নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি। এটি ছিল একটি গণঅভ্যুত্থানের ফল। সেই অভ্যুত্থানই আজ নতুন বাংলাদেশ নির্মাণের পথ দেখিয়েছে।’
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
