কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস বলেছে, কাতারের আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। মঙ্গলবার (২৪ জুন) কাতারে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন কাতারের কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশিদের অহেতুক বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাতারে অবস্থানরত সকল নাগরিককে শান্তিপূর্ণ সহাবস্থান ও সচেতনতার সঙ্গে চলাফেরার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, কাতারে কোনো ঘটনা বা সংঘর্ষস্থলের ছবি, ভিডিও কিংবা তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো কাতারের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর অপরাধ। কাতার সরকারের অনুমতি ছাড়া এসব চিত্র ধারণ কিংবা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অতীতের কোনো ভিডিও বা ছবি নতুন করে প্রকাশ করাও শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত।
দূতাবাস জানায়, এসব বিষয় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারির আওতায় রয়েছে। তাই কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রয়োজনে সহায়তা পেতে দূতাবাসের জরুরি হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। হটলাইন নম্বর: +৯৭৪ ৩৩৬৬ ৩০০০ এবং ইমেইল: Mission.Doha@mofa.gov.bd / BdootQat@gmail.com
এছাড়া বাংলাদেশ দূতাবাস কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
