ডিসেম্বরের বদলে এপ্রিলে নির্বাচন পেছানোর মাধ্যমে কাদের লাভবান করা হচ্ছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা। রোববার (৮ জুন) দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদীবাগের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন প্রশ্ন তুলেন তিনি।
এদিন ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের ফাঁকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ এপ্রিলে ঠিক করার পেছনে কী কারণ, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কাদের জন্য পিছিয়ে দেয়া হচ্ছে? কাদের এতে লাভবান করা হচ্ছে? এর মানে কি আগামী নির্বাচনেও কী যারা আছে তারা নির্বাচনকে প্রভাবিত করে নিজেদের দিকে নিয়ে যাবে? এই প্রশ্নগুলো উঠে আসছে।
বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছিল উল্লেখ করে আমীর খসরু বলেন, ইতোমধ্যে ঐকমত্যের বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে। সেই সঙ্গে বিচারকার্যও শুরু হয়েছে। তবে বিচার নিজের গতিতে চলবে, কোনো সরকার বিচার চালাবে না। সুতরাং এই সিদ্ধান্তগুলো যখন পরিষ্কার, তখন হঠাৎ এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া হচ্ছে। অথচ এর আগেও নির্বাচন করা সম্ভব। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও নির্বাচন করা সম্ভব।
আরও পড়ুন: টানাপোড়েনে রয়েছে গণতন্ত্র: রিজভী
আমীর খসরু বলেন, সবাই অনেক ভেবেচিন্তে ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিল। কারণ, এরপর পবিত্র রমজান মাস শুরু হবে। এই মাসে নির্বাচনী কর্মকাণ্ডের সুযোগ থাকে না। এরপর আবার পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী সবমিলিয়ে এটি (নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা) সম্ভব হবে না। ফলে এই সময়ে (এপ্রিলে) নির্বাচনের দিনক্ষণ ঠিক করার পেছনে কী কারণ, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।
কাদের স্বার্থে এপ্রিলে নির্বাচন দেয়া হচ্ছে এমন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে, তখন একটা বিশেষ সময়ে নির্বাচন হয়। একটা সময়সীমার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। এখন নির্বাচিত সরকার নেই, সংসদ নেই। সে ক্ষেত্রে আপনার এটা (নির্বাচনের পথনকশা ঘোষণা) করতে হলে সবার ঐকমত্যে ও মতামতের ভিত্তিতে করতে হবে। মতামত সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে। সুতরাং যে মতামত সৃষ্টি হয়েছে, সেটির বাইরে গিয়ে এপ্রিলে নির্বাচন কেন- এটিই এখন প্রশ্ন। এটি কাদের স্বার্থে, অন্য কোনো চিন্তা আছে নাকি?’
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
