Read Time:2 Minute, 36 Second

 

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় জাতিসংঘ। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয়, সব জনগণের মতের প্রতিফলন থাকতে হবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিকাব) টকে এসব কথা বলেন গোয়েন লুইস।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ। আর আগামী জাতীয় নির্বাচনে টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী জাতিসংঘ। তবে নির্বাচন কখন হবে, সেটা বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে।

দেশে রাষ্ট্রব্যবস্থায় সংস্কার ও নির্বাচন নিয়ে বেশ কথা চলছে। নির্বাচন না সংস্কার, কোনটি আগে চান—এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের।

বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নারী-পুরুষ ও জাতিসত্ত্বা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত। দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত বলে জানান এই প্রভাবশালী কূটনীতিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পূর্ণকালীন রাজনৈতিক কর্মীদের ভাতা-বোনাস দেবে এনসিপি
Next post ক্ষমতায় গেলে প্রথম ৬ মাসের অর্থনৈতিক কর্মপরিকল্পনা কী হবে, জানাল বিএনপি
Close